ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

‘আবু বকর চৌধুরী ছিলেন, থাকবেন’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৯, ২১:০৭

‘আবু বকর চৌধুরী ছিলেন, থাকবেন’

‘সম্পাদক হিসেবে আবু বকর চৌধুরী মানবকণ্ঠ পরিবারের স্নেহমিশ্রিত শাসন ও ভালোবাসায় হয়ে উঠেছিলেন একান্নবর্তী পরিবারের অভিভাবক। মানবকণ্ঠ পরিবারের প্রত্যেক সদস্যের কাছে ছিলেন পিতৃতুল্য পথপ্রদর্শক। আবু বকর চৌধুরীর জ্বেলে যাওয়া আলোয় পথ চলবে মানবকণ্ঠ।’

শুক্রবার বাদ জুম্মা বরুয়া খিলক্ষেতে মানবকণ্ঠ কার্যালয়ে প্রয়াত আবু বকর চৌধুরীর স্মরণসভায় এসব কথা বলেন মানবকণ্ঠ পরিবারের সদস্যরা।

সভায় মানবকণ্ঠ পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি মো. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আবু বকর চৌধুরী নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান। তিনি যেখানে হাত দিয়েছেন সেখানেই সফল হয়েছেন। আজকের কাগজ, আমাদের সময়, সকালের খবর, সমকালের পর তিনি মানবকণ্ঠেও পাঠকনন্দিত। আবু বকর চৌধুরীর শূন্যতা পূরণের নয়।’

স্মরণসভায় দীর্ঘ স্মৃতিচারণে মানবকণ্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আবু বকর চৌধুরীকে জানাটা বড় প্রয়োজন। আবু বকর চৌধুরী শুধু সম্পাদক ছিলেন না, তিনি ছিলে আমাদের ভাইয়ের মতন। আবু বকর চৌধুরীর পেশাদারিত্ব ছিল বিরল।’

এদিকে শুক্রবার আসরের নামাজের পর ধানমণ্ডিতে আবু বকর চৌধুরীর বাসায় কুলখানি অনুষ্ঠিত হয়। এতে মানবকণ্ঠের প্রকাশক জাকারিয়া চৌধুরী বলেন, ‘একজন পরিপূর্ণ মানুষ ছিলেন আবু বকর চৌধুরী। একজন সফল সংগঠক, দলনেতা ছিলেন। তাকে হারিয়ে এখন একা মনে হয়।’

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত