ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

নিশ্চিন্ত বার্ধক্য চাইলে আগে যা করবেন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৩

নিশ্চিন্ত বার্ধক্য চাইলে আগে যা করবেন

সন্তান থাকলেই তারা বৃদ্ধ বয়সে আপনার দেখাশোনা করবে, এমনটা ভাবা ঠিক নয়। প্রিয় সন্তানও অনেক সময়ে দূরে চলে যায়। নিজের জীবন নিয়ে তারা এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে আপনার দেখাশোনা করা সম্ভব হয় না। তাই বাবা মাকে আগেই তাদের নিশ্চিন্ত বার্ধক্যের জন্য কিছু কাজ করতে হবে।

সঞ্চয় করুন

একটি আলাদা সঞ্চয়ের খাত তৈরি করুন। এটি কিন্তু বৃদ্ধ বয়সের জন্য করতে হবে। একটি আলাদা ইন্সুরেন্স করতে পারেন।

সন্তানকে দিন সঠিক শিক্ষা

সন্তানকে সঠিক শিক্ষা দিন। সন্তানকে সময় দিন, তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন। সন্তান আপনাকে যা করতে দেখবে ঠিক তাই শিখবে। তাই নিজকের পিতা-মাতা ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে ভাল আচরণ করুন।

সন্তানের জন্য বুঝে খরচ করুন

সন্তানের জন্য খরচ করতে গিয়ে নিঃস্ব হয়ে যাবেন না। সব চাইলেই দিয়ে দেয়া পিতা-মাতার কাজ নয়। বরং পিতা-মাতার কাজ সন্তানকে যোগ্য করে তোলা যেন সে নিজেই নিজের সকল চাহিদা পূরণ করতে পারে।

নিজের বাড়ি করার চেষ্টা করুন

খুব চেষ্টা করুন নিজের একটি বাড়ি করার। মাথার ওপরে নিশ্চিত একটি ছাদ থাকলে শেষ বয়সটা অনেক সহজ হয়ে যায়।

নিজের সম্পদ নিজের কাছে রাখুন

জীবিত অবস্থাতে সকল সম্পদই লিখে দেয়া ঠিক নয়। সন্তানকে নিজের উপার্জন নিজেই করে নিতে দিন। সেভাবেই ছোট থেকে তাদেরকে শিক্ষা দিয়ে বড় করুন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত