ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

পাঠ্যসূ‌চির সা‌থে মিল রে‌খে সময়সূ‌চি হোক

  মাহবুবর রহমান

প্রকাশ : ০৯ মে ২০১৯, ১১:৩০  
আপডেট :
 ০৯ মে ২০১৯, ১১:৩৪

পাঠ্যসূ‌চির সা‌থে মিল রে‌খে সময়সূ‌চি হোক

কোমলম‌তি শিক্ষার্থী‌দের গুরুত্ব বি‌বেচনায় পাঠ্য বই‌য়ের সা‌থে মিল রে‌খে বিদ্যাল‌য়ের সময়সূচি করার দাবি শিক্ষকদের।

প্রাথ‌মিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর আওতাধীন জাতীয় ‌শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড কর্তৃক মুদ্রণ ২০১৯ সা‌লের চতুর্থ শ্রে‌ণির English for Today পাঠ্য বই‌য়ের ২৮ ও ৩২ পৃষ্ঠায় Lesson এ উল্লে‌খিত বিদ্যাল‌য়ের সময়সূচি সকাল ১০ টা থে‌কে বেলা ৩ টা পর্যন্ত ‌দেওয়া আছে।

অথচ একই মন্ত্রণাল‌য় কর্তৃক জারিকৃত আদেশ অনুযায়ী বিদ্যাল‌য়ের সময়সূচি সকাল ৯ টা থে‌কে বি‌কেল ৪ টা ৩০ মি‌নিট পর্যন্ত।

কোমলম‌তি শিক্ষার্থীরা বলে আমরা পাঠ্য বই‌য়ে প‌ড়ি এক রকম আর বিদ্যালয় ছু‌টি হয় আরেক সময়!! হাইস্কুল ছু‌টি হয় আমা‌দের ছু‌টির আগে আর ক‌লে‌জের কোন ধরাবাঁধা সময় সূচী নেই।

বয়‌সের তুলনায় ছোট হ‌য়েও দীর্ঘ সময় বিদ্যাল‌য়ে অবস্থান এ সময়সূচির ব্যাপা‌রে প্রশ্ন কর‌লে এর সদুত্তর দি‌তে পা‌রি‌নি ।

তাই সং‌শ্লিষ্ট কর্তৃপ‌ক্ষের নিকট বিনয়ের সা‌থে নি‌বেদন বই‌য়ের সা‌থে মিল রে‌খে সময়সূ‌চি করা হোক।

মাহবুবর রহমান, সহকারী শিক্ষক,‌ ক্ষেতলাল, জয়পুরহাট।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত