ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

জাতীয় দিবসগুলো শিক্ষকদের কর্মদিবস হিসেবে গণ্য হোক

  মাহফিজুর রহমান মামুন

প্রকাশ : ১৬ আগস্ট ২০১৯, ১১:০৩

জাতীয় দিবসগুলো শিক্ষকদের কর্মদিবস হিসেবে গণ্য হোক
ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক ছুটি ৭৫ দিন। এই দিনগুলো প্রাথমিক শিক্ষকরা ছুটি ভোগ করে থাকেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্ধারিত ৭৫ দিনের বার্ষিক ছুটির তালিকায় জাতীয় দিবস যেমন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, নববর্ষ, জাতীয় শোক দিবস, বিজয় দিবস ইত্যাদি বন্ধের তালিকায় থাকলেও তার নিচে স্পষ্ট করে লেখা থাকে, এই দিবসগুলোতে বিদ্যালয়ে উপস্থিত হয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে।

প্রশ্ন হচ্ছে, বিদ্যালয়ে উপস্থিত হয়ে যেহেতু জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করতে হয়, তাহলে ঐ দিবসগুলো ছুটি হিসেবে গণ্য করা হচ্ছে কেন?

আমরা শিক্ষকরা জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করি এবং ভবিষ্যতেও যথাযোগ্য মর্যাদায় পালন করে যাবো। তাই এই দিবসগুলো আমাদের কর্মদিবস হিসেবে গণ্য করা উচিত এবং জাতীয় দিবসের জন্য নির্ধারিত ঐ ছুটিগুলো আমাদের অন্য ছুটির সঙ্গে সমন্বয় করে নেওয়া হোক। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক: বোদা, পঞ্চগড়।

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত