ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

নিরাপত্তা চেয়ে ৫৬ সাংবাদিকের জিডি

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৫  
আপডেট :
 ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৮

নিরাপত্তা চেয়ে ৫৬ সাংবাদিকের জিডি

সাদা পোশাকে সাংবাদিক মঈনুল হক বুলবুলকে গ্রেপ্তারের পর জীবনের নিরাপত্তা চেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিলেটের ৫৬ সাংবাদিক। রোববার বেলা দেড়টার দিকে তারা একত্রে থানায় গিয়ে জিডি করেন। এর আগে তারা সিলেট জেলা পুলিশের সংবাদ বর্জনের ঘোষণার দেন।

জিডিতে সাংবাদিকরা উল্লেখ করেন, ১৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মঈনুল হক বুলবুলকে সাদা পোশাকে অস্ত্রধারী একদল লোক তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে ইলেক্ট্রনিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) নেতৃবৃন্দ ও সিলেটের টেলিভিশনের সাংবাদিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখায় যোগাযোগ করেও কোনো তথ্য পাননি।

জিডিতে আরো উল্লেখ করা হয়, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও ১৯ সেপ্টেম্বর সাদা পোশাকে সিনিয়র সাংবাদিক বুলবুলকে তুলে নিয়ে সিলেট জেলা পুলিশ ক্ষমতার অপব্যবহার করেছে। সেই সাথে দুই ঘণ্টা পুলিশের লুকোচুরি খেলা আমাদের উদ্বিগ্ন করেছে। তাই, আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। জিডিতে তারা জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

ইমজার সভাপতি ও দেশ টিভির সিলেট প্রতিনিধি বাপ্পা ঘোষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত