ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

দিল মনোয়ারা মনুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৯, ১২:৫৭

দিল মনোয়ারা মনুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
দিল মনোয়ারা মনু

বিশিষ্ট নারী সাংবাদিক দিল মনোয়ারা মনু আর নেই। রবিবার দিবাগত রাতে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

দিল মনোয়ারা মনুর স্বামী শামসুল হুদা জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে মনু অসুস্থ হয়ে পড়েন। তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন। সঙ্গে সঙ্গে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। এরপর তাঁর শ্বাসকষ্ট শুরু হয়ে তিনি মারা যান।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি জানায়।

বাংলাদেশ মহিলা পরিষদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট দিল মনোয়ারা মনু ১৯৮৮ সালে থেকে দীর্ঘ ২৫ বছর পাক্ষিক অনন্যার নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন।

১৯৫০ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করা দিল মনোয়ারার সাংবাদিকতার শুরু ১৯৭৪ সালে, সুফিয়া কামাল ও নুরজাহান বেগম সম্পাদিত ‘বেগম’ পত্রিকার মাধ্যমে।

দিল মনোয়ারা বিভিন্ন পত্রিকায় লিখতেন। নারী সাংবাদিক কেন্দ্রসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত