ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

স্মরণ ১৪ ডিসেম্বর: প্রেসক্লাব যশোরে মোমবাতি প্রজ্বলন

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৯:১১

স্মরণ ১৪ ডিসেম্বর: প্রেসক্লাব যশোরে মোমবাতি প্রজ্বলন

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব যশোর চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের মাত্র দুইদিন আগে ১৪ ডিসেম্বর হানাদারবাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে এক ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে ওঠে। তারা বাঙালি জাতিকে মেধাশূন্য করতে বেছে বেছে এদেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক ও সংস্কৃতিক্ষেত্রের অগ্রগণ্য মানুষদের হত্যা করে।

সেইসব শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সন্ধ্যা ৬ টায় প্রেসক্লাব যশোরের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব সম্পাদক আহসান কবীরসহ ক্লাবের সদস্য ও বিভিন্নু মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।

এর আগে শনিবার সকাল ৯টা থেকে শহরের শংকরপুর কালীতলা বদ্ধভ’মিতে সর্বস্তরের প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত