রোমে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২২, ০২:৫০ | অনলাইন সংস্করণ

  প্রবাস ডেস্ক

ইতালির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করেছে।

শুক্রবার দূতাবাসের হলরুমে উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত শামীম আহসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকি।

এ সময় শেখ কামাল ও ১৫ আগস্ট ঘাতকদের বুলেটের আঘাতে নিহত হওয়া সব শহীদদের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন ও শেখ কামালের জীবনের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

রাষ্ট্রদূত শামীম আহসান বলেন, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল শুধুমাত্র একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের ক্রীড়াজগতের আধুনিক ধারার স্থপতি। এছাড়া শেখ কামাল ছিলেন যুব সমাজের অনুপ্রেরণা।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন কমিউনিটি ব্যক্তিরাও শেখ কামালের অবদানের কথা তুলে ধরেন।

পরে শেখ কামাল ও ১৫ আগস্ট ঘাতকদের বুলেটের আঘাতে নিহত হওয়া সব শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিবসটির কর্মসূচি শেষ হয়।

বাংলাদেশ জার্নাল/জিকে