ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

সিডনিতে দুর্গোৎসবে মেতেছেন প্রবাসীরা

  প্রবাস ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২, ০৩:২৫

সিডনিতে দুর্গোৎসবে মেতেছেন প্রবাসীরা
সিডনিতে দুর্গোৎসবে প্রবাসীরা। ছবি: সংগৃহীত

সিডনির রোজলিয়া কমিউনিটি হলে পূজার দুইদিন সকালে পূজা অর্চনা শেষে প্রসাদ বিতরণ করা হয়। স্থানীয় সময় শনিবার সকাল থেকে শুরু হয়ে পরদিন রোববার সন্ধ্যা পর্যন্ত চলা এ আয়োজনে বিপুল সংখ্যক প্রবাসী অংশ নিয়ে উৎসবের রঙে মেতে ওঠেন।

সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাক-ঢোলের সাথে আরতি আর নাচে-গানে প্রবাসীরা দেশের উৎসবের অনুভূতি ফিরে পান। সিডনির জনপ্রিয় শিল্পী রাসেল ইকবাল, রুমানা ফেরদৌসী, সাঈদুল খান তাপস, তুলি চৌধুরী, ফিরোজ সিদ্দিকী, গোপা ঘোষসহ অন্য শিল্পীরা অনুষ্ঠানটিকে উৎসবের রূপ দেন।

সিডনির জনপ্রিয় শিল্পী প্রত্যাশা ইকবালের এবারের পূজার মণ্ডপসজ্জা করে সবার কাছেই প্রশংসিত হয়। এ আয়োজনের মূল আকর্ষণ ছিল সবধর্মের প্রবাসীদেরই উপস্থিতি আর সহযোগিতা।

আয়োজকদের পক্ষে চিকিৎসক সত্যজিৎ দত্ত ও রাজীব দাশ, রোহান লালা, দেবাশীষ চৌধুরী, নন্দন মজুমদার, উত্তম বসাক, সুদীপ সাহা, ইন্দ্রজিৎ দাশ সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

‘ধর্ম যার যার, উৎসব সবার’- এ চেতনাকে ধারণ করে তারা সামনের বছরগুলোতে আরে বড় পরিসরে এ দুর্গোৎসব আয়োজন করা হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত