ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

জরুরী সেবা ৯৯৯

জরুরী সেবা ৯৯৯

পুলিশের জরুরি সেবা সার্ভিস নম্বরে ফোন দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিচ্ছেন সাধারণ মানুষ। এরই মধ্যে খুন, ধর্ষণ, অগ্নিকাণ্ড ও বাল্যবিবাহের মতো ঘটনায় ফোন দিয়ে সেবা নিয়েছেন অনেকে। বলা যায় সাধারণ মানুষের বিপদের বন্ধু হয়ে দাঁড়িয়েছে এই জরুরি সহায়তা সার্ভিসটি।

জরুরি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশি সেবা পাচ্ছে সাধারণ মানুষ। ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এ সেবাটি। উন্নত বিশ্বের মতোই এ সেবাটি কাজ করছে। ঘটনা জানার সঙ্গে সঙ্গে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। মোবাইল ও টেলিফোন উভয় মাধ্যমে সম্পূর্ণ টোল-ফ্রি ৯৯৯ নম্বরে ফোন করে সেবা নেওয়া যাবে।

গত বছর ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রাজধানীর আবদুল গনি রোডে পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম উদ্বোধন করেন। ফায়ার সার্ভিস, জরুরি অ্যাম্বুলেন্স ও পুলিশি সেবা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মোবাইল ও ল্যান্ডফোন থেকে সম্পূর্ণ টোল-ফ্রি কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ৯৯৯-এর সেবা নেওয়া যাবে।

  • সর্বশেষ
  • পঠিত