ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

মেসেঞ্জার গ্রুপ চ্যাটে নতুন ফিচার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৪, ১৩:১০  
আপডেট :
 ১১ জুন ২০২৪, ২১:১০

মেসেঞ্জার গ্রুপ চ্যাটে নতুন ফিচার
ছবি: সংগৃহীত

মেসেঞ্জার এবার দারুণ ফিচার নিয়ে এলো। গ্রুপ চ্যাটের ক্ষেত্রে একধাপ এগোল মেটা। এবার মেসেঞ্জারে ৫০০০ জন ইউজার জয়েন হতে পারবেন। ফেসবুকে যাদের অনেক বড় গ্রুপ রয়েছে, তাদের একসঙ্গে কানেক্ট করার জন্য এই ফিচার এনেছে মেটা। মেসেঞ্জারের এ ফিচারটির নাম কমিউনিটিস ফিচার। যেকোনো ইউজার এই কমিউনিটি শুরু করতে পারবেন। এই কমিউনিটি পরিচালনা করার জন্য হোয়াটসঅ্যাপের মতো অ্যাডমিন ফিচার চালু করা হয়েছে।

কোম্পানি জানিয়েছে, যারা মেসেঞ্জার ব্যবহার করেন। সবাই এই কমিউনিটিতে যোগ দিতে পারবেন। এটি ফেসবুক গ্রুপের থেকে বেশ আলাদা বলে জানানো হয়েছে। ফেসবুক গ্রুপে যে সুবিধা থাকে তা এখানে থাকবে না। মেসেঞ্জার কমিউনিটির সমস্ত মেসেজ সদস্যরা দেখতে পাবেন।

জেনে নিন একজন অ্যাডমিন কীভাবে মেসেঞ্জার কমিউনিটি চালাতে পারবেন-

১. নতুন মেম্বারদের ইনভাইট করতে পারবেন।

২. কমিউনিটি চ্যাট তৈরি করতে পারবেন।

৩. কমিউনিটিতে কোনও চ্যাট ডিলিট করতে পারবেন।

৪. কমিউনিটি চ্যাট থেকে কোনও কনটেন্ট মুছে ফেলতে পারবেন।

৫. কমিউনিটি থেকে বেরিয়ে যেতে পারবেন।

৬. কমিউনিটি থেকে কাউকে বাদ দিতে পারবেন।

৭. কোনও কন্টেন্টের বিরুদ্ধে রিপোর্ট করার ক্ষমতা থাকবে।

এই ফিচারের ফলে অনেকেই লাভবান হতে পারেন। যাদের ফেসবুকে যোগাযোগ রাখার জন্য গ্রুপ বানাতে হয়। তারা এবার মেসেঞ্জারে ৫০০০ জন ইউজার পর্যন্ত একটি কমিউনিটি তৈরি করতে পারবে। সেখানে নিয়মটি আপডেট করা যাবে, ছবি-ভিডিও, অডিও আপলোড করা যাবে।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত