ঢাকা, রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

হাবিব উন নবী সোহেলসহ বিএনপির ১৪ নেতাকর্মীর কারাদণ্ড

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১৫:৪৯

হাবিব উন নবী সোহেলসহ বিএনপির ১৪ নেতাকর্মীর কারাদণ্ড
সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল। ফাইল ছবি

পুলিশের ওপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেয়ার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ১৪ জনকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন। সেই সঙ্গে রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এরমধ্যে দণ্ডবিধি ১৪৩ ধারায় আসামিদের ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাভোগ করতে হবে।

বিএনপি ও দলটি অঙ্গসংগঠনের আরও ১৩ নেতা-কর্মীকেও একই দণ্ড দেয়া হয়েছে, যাদের মধ্যে আছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

আদালতে আসামীদের পক্ষ থেকে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না এবং তারা নিজেরাও অনুপস্থিত ছিলেন। যার ফলে ম্যাজিস্ট্রেট তাদের জামিন বাতিল করেন এবং আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

ইতোমধ্যে ঢাকার অপর এক আদালত ২০১৩ সালের মে মাসে রাজধানীর তেজগাঁওয়ে অগ্নিসংযোগ মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সাত নেতা-কর্মীকে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদী আদালতে নীরবের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। নীরব বর্তমানে কারাবন্দী আছেন। মামলা দায়েরের পর থেকে বাকি ছয়জন আসামী পলাতক রয়েছেন।

বাংলাদেশ জার্নাল/সামি

  • সর্বশেষ
  • পঠিত