ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

সিয়াম মেহরাফ এবং ‘চতুষ্কোণ’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৬  
আপডেট :
 ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫২

সিয়াম মেহরাফ এবং ‘চতুষ্কোণ’

সিয়াম মেহরাফ এবং চতুষ্কোণ! লাইনটা একটু অবাক করার মতো হলেও এবারের বইমেলাতে লাইনটা উচ্চারিত হচ্ছে সিয়াম মেহরাফ (Siam Mehraf) এর পাঠক মহলের কাছেই।

‘চতুষ্কোণ’ সিয়াম মেহরাফ এর প্রথম বই! যেটার প্লট কিশোর থ্রিলার ভিত্তিক।

উপন্যাসটির কাহিনী হচ্ছে, হুট করে দূর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া একটা বাচ্চার মৃত্যুর পেছনে সন্দেহ জাগে এক গোয়েন্দা অফিসারের। এটা আসলে কোন দূর্ঘটনা নয়, খুন! সেই খুনের সুত্র ধরে এগোতেই দেখা যায়, সামনে আরও রহস্য! মারপ্যাচে ঘুরে যেতে থাকে কেসটি। গোয়েন্দা বিভাগ কি পারবে, সবকিছুর পেছনে থাকা রহস্য উদঘাটন করতে?

বইটি অনলাইনের প্রায় সকল বড় বড় বুক শপগুলোতে পাওয়া যাবে। বইটি প্রকাশিত হয়েছে দাঁড়িকমা প্রকাশনী থেকে, যার পৃষ্ঠা সংখ্যা ৪৮ এবং মুদ্রিত মূল্য ১৩৫ টাকা মাত্র।

বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় ঢাকার ৬৯৮ নাম্বার স্টলে এবং চট্টগ্রামের ৩৩-৩৪ নাম্বার স্টলে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত