জিয়াউদ্দিনের কবিতা ‘বিবাগী প্রেম’
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২০, ২০:৩৭ | অনলাইন সংস্করণ
কবিতা ডেস্ক

মন্দ করেও বেহেশত আশে স্বার্থপরের কামনা
চাহি না আমি এমন ভালোবাসা মূল্যে যদি ঘোষণা
পাপ-পূণ্যই খুঁজে নেবে পথিকের আসল ঠিকানা
নিরাকার তোমাকে চেয়েছি আমি খুঁজিনি অন্য বাসনা।
চাওয়া-পাওয়ার মোহ নেই প্রকৃতি প্রেমঅরণ্যে
অবাক হৃদয় তবুও চায় মায়াকরী মায়ার ভূবনে
ভাবুক প্রেম খোঁজে কেবল অসীম প্রণয় মোহনা
চরণ টেনে মরণ আনে সাধকের করুণ ভাবনা।
মরণ আমায় কাঁদাতে পারেনি কাঁদিয়েছ তুমি
তোমার মাঝে স্রষ্টা খুঁজেই বারবার মরি আমি
মরণ এসে সবই নেবে যদিও পারনি তুমি
তোমায় যেদিন রাণী মেনেছি কাঙ্গাল সেদিন আমি।
যিঁনি আমায় দুঃখ দিয়েছেন সব দিয়েছেন তিঁনি
ভালোবেসে মন দিয়েছি না পেয়েও আমি।
আমি পাইনি, তুমি নাওনি তর্কে বহুদূর...
বহুদর্শী বলে গেল ভালোবাসা দুঃখ দিলেও মধুর।
লেখক: প্রবাসী (জেদ্দা, সৌদি আরব)
বাংলাদেশ জার্নাল/এনএইচ