ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ঈশপের গল্প

শেয়াল আর কাকের গল্প

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২০, ০০:২০

শেয়াল আর কাকের গল্প

এক কাক এসে বসল গাছের ডালে। মুখে তার একটুকরো মাংস। এক শিয়াল নীচে থেকে তাই দেখে ভাবতে লাগল, কিভাবে ঐ মাংসটুকু সে নিজে খেতে পায়।

অনেক ভেবেচিন্তে সে শেষে ঐ কাকের দিকে চেয়ে বলতে লাগল- ভাই, সত্যি কি সুন্দর পাখি তুমি, কি সুন্দর তোমার অঙ্গের গঠন, তোমার পাখিদের রাজা হবার কথা, তোমার অবশ্য কণ্ঠস্বরও যদি তোমার চেহারার মতো সুন্দর হতো, মধুর হতো। কিন্তু হায়! তুমি তো অন্য পাখিদের মতো গান গাইতে পার না।

শেয়ালের এই কথা শুনে কাক আর চুপ থাকতে পারল না। সে তখনই মহোল্লাসে কা-কা রবে ডাকতে শুরু করল। আর অমনি মাংসের টুকরো তার মুখ থেকে গেল পরে, আর শেয়াল অমনি তা মুখে করে নিয়ে দিল ছুট।

আরও পড়ুন- নেকড়ে আর ভেড়ার গল্প

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত