ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

দুই মাতালের আলুর ব্যবসা

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২০, ০১:০৪

দুই মাতালের আলুর ব্যবসা

মদ খেতে খেতে দুই মাতালের বোধোদয় হলো মদ খেয়ে খেয়ে এভাবে জীবনটাকে নষ্ট করে দেবার কোন মানেই হয়না। কিছু কাজ কর্ম করা দরকার। আরো দুই পেগ গলায় ঢেলে তারা সিদ্ধান্ত নিলো তারা আলুর ব্যবসা করবে। কারন আলুর ব্যবসায় লস নাই, সবাই খায়, সব তরকারীতে খাওয়া যায় ও বারোমাসই আলুর ব্যবসা করা যায়।

মদ খাওয়া ছাড়া যেহেতু তাদের আর কোন অভিজ্ঞতা নেই, তাই আলুর দোকান চালু করার আগে একজন ক্রেতা আরেকজন বিক্রেতা সেজে আলু বিক্রির প্র্যাক্টিস করছে

– ভাই আলু আছে?

– হ্যাঁ আছে

– দুই বোতল আলু দিন

বিক্রির দায়িত্বে থাকা মাতাল বিরক্তি নিয়ে বললো, আলু বোতলে বিক্রি হয় না, কেজিতে বিক্রি হয়।

এরপর যোগ করলো তুমি এপাশে এসে দাঁড়াও, এবার তুমি বিক্রেতা আর আমি ক্রেতা, দেখ কিভাবে আলু কিনতে হয়।

– ভাই আমাকে দুই কেজি আলু দেন – কিসে নিবেন, বোতল এনেছেন?

  • সর্বশেষ
  • পঠিত