ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৬ মিনিট আগে
শিরোনাম

মিসবাহ জামিলের একগুচ্ছ কবিতা

  সাহিত্য ডেস্ক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২১, ২১:৪১  
আপডেট :
 ০৮ জানুয়ারি ২০২১, ২১:৪৪

মিসবাহ জামিলের একগুচ্ছ কবিতা

ছায়াহীন কায়ার মানব

নবিজী হে ছায়াহীন কায়ার মানব

আপনার পবিত্র নামে পড়লে দুরুদ

হৃদয়ে বুলেট হয়ে মায়া ঢুকে যায়

আপনার ধ্যান করি দিদার-আশায়

মুর্শিদ হে ছায়াহীন কায়ার মানব

সঠিক পথের দিশা দিন স্বপ্নযোগে

সব ভ্রান্ত মতবাদ ইমানের সুঁইয়ে

ফুটো করে করে ধ্বংস করে দেব আমি

যেভাবে সুঁইয়ের ঘায়ে বেলুন ধ্বংস হয়

ধূলি হয়ে আপনার পায়ের তলায়

যদি লেগে যেতে পারতাম, ফুটে যেতো

আমার হৃদয়ে প্রশান্তির পারিজাত

বিলে ফোটা শত লিলিফুলের মতন

আমার শোণিত আপনার পা ধোয়ার

পানি হিশেবে যদি-বা ব্যবহার হতো

ইসলাম গ্রহণ করা ইহুদির মতো

আমার দুঃখেরা হতো সুখে রূপান্তর

নবিজী, কলিজা যদি টিস্যু হতো।

আর মুছে দিতে পারতাম আমি আপনার

কপালের ঘাম। ধন্য হতো এ জীবন।

আলদ রঙের রাতে দেখা দিয়ো নবি

আমার ঘুমের ঘরে শয়নে স্বপনে

আমাকে ঘিরে রাখা রাত পরাস্ত হবে

লজ্জাবতী গাছ হয়ে, আপনার আলোয়

শীতের সকালে রোদ পোহানোর ন্যায়

আপনার শরীরের আলো পোহাবো

হৃদয়ের সব হাহাকার দূর করতে

নবিজী, আপনার দেখা পেয়ে গেলে

আমার রক্তে উড়বে শান্তির কপোত

দয়া করে দু'চারটি বাণী দেন যদি

পারফিউম বানিয়ে ছিটাবো সহসা

আমার খোদাবিমুখ জং ধরা হৃদয়ে

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত