ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

শান ইসলামের কবিতা ‘অব্যক্ত অনুভূতি’

  কবিতা ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫১  
আপডেট :
 ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫৬

শান ইসলামের কবিতা ‘অব্যক্ত অনুভূতি’
শান ইসলাম

প্রতিদিন একটা করে লাইন লিখি,

চিঠি কিংবা কবিতা!

কিংবা ব্যাকস্পেসে আটকে থাকা অব্যক্ত অনুভূতি,

দুমড়ে-মুচড়ে দম বন্ধ ঘরে,

আমার যাপন আজকাল সাদা-কালো অবসরে;

চাইলেও আর প্রিয় রঙে নিজেকে রাঙ্গাতে পারিনা,

কতদিন হয়ে গেলো তোমার সাথে নীল আকাশে মেঘের ভেসে বেড়ানো দেখি না!

শত - সহস্র - অযুত রাতের নির্ঘুম বন্দনা;

তোমায় নিয়ে গল্প লেখার অমিমাংসিত ঠিকানা।

মেঘপিয়নের চিঠি হয়ে ফর্দ লেখে কে!

শেষ রাত্রীরে গান শুনিয়ে কেউ ঘুম ভাঙায় বুঝি;

এখনো যে রাত্রী শেষে তোমার অভিমান খুঁজি!

বলো, তোমার ঘুম ভাঙানোর মত দুঃসাহস হয় কার?

তোমার আমার গল্পে জাগা রাত তখন নিখুঁত অন্ধকার!

লেখক: শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত