ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

মোস্তফা কামাল পাশার গুচ্ছ কবিতা

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ১৫ মার্চ ২০২১, ১৬:২০

মোস্তফা কামাল পাশার গুচ্ছ কবিতা
প্রতীকী ছবি

সহমত-একমত ১

না, তেমন কিছু না-আবার অনেক কিছু!

অবাক মানব জীবন-

মুখবই আজব এক যাদু,

কেউবা কাদায় ডোবে

আবার কেউ খোঁজে স্বর্ণরেণু।

কাদায় ডোবা খুব সোজা

প্রচণ্ড কঠিন সুবর্ণ রেণু খোঁজা।

সেলেব্রিটির ভিড় বড্ডো!

ন্যাতা, পেশাজীবী, ধর্মের ফেরিওয়ালার হাঁচি-কাশি বুকে ঢেউ ভাঙে ভক্তের!

ভক্তের চাই শুভাশিস আর করুণা সিন্ধু।

সেলে-র চাই ঘড়া ঘড়া লা.ক.! সহমত ভাইছাও-

দল বেঁধে বাঁশঝাড়ে খোঁজে মুলি বাঁশ।

বাঁশে সূর উঠে সহমত-একমত! সহমত-একমত!

হরেক দল-নিজে বানায় আড়ালে বসে

কে কোন দল, বোঝা ভারী মুশকিলরে ভাই।

পিঠ চাপড়ায়, চুলকায় তলপেট-কাতুকুতুও-

মস্তি-মউজ,সেল্ফি, আড্ডা-ফিয়াসিঁ সব এক লগে!

দৌড়েও এক পঙক্তিতে!

নেতা এক না হরেক, আলিশান ছাদের সেলেব্রি-

চক্ষু আন্ধা-আন্ধা লাগে? ধোঁয়া-ধোঁয়া ধোঁয়াশা!

ধ্যাৎ মিয়া আপনে বড়ই বেরসিক-

হতে না চাইলে জোরে

ফুঁকেন-সহমত-একমত, সহমত-একমত!

অবাক বনকুসুম-২

ন্যাড়া পাহাড়-মাঝে মাঝে সবুজ ওয়েসিস।

অপরাজিতা ঝোপে নীল কুসুমে অদ্ভুত দৃষ্টি সুখ!

টানা ট্র্যাকিং পর শ্রান্ত-ক্লান্ত, হঠাৎ শীতল ঝর্ণা সামনে!

নূপুর নিক্কণ বাজে জলতরঙ্গে!

ইস্পাত ঝিলিকে সুন্দরের বিভ্রম!

স্ফটিক স্বচ্ছ নীল জলে এ কি!

পাহাড়ি ছড়ার মিঠে জল ঘোলা করল কোন হারামি?

ঘোলাস্রোতে ভাসছে-ডুবছে এক কুসুম।

শ্রান্তি ভুলে জল ঘূর্ণন থেকে তুলে নেই বনকুসুম।

কী তার রূপ-বিভা!

ভেজা পাপড়ির সুবাস টানে দুষ্ট বাতাস।

হায়, অচেনা কুসুমের এক পাপড়ির ডগায় কুচকুচে একটি কাল দাগ!

হারামি এঁকে দিয়েছে নিষ্পাপ কুসুমের ডগায়!

না, দাগ নয় এটা বনকুসুমের বিউটিস্পট!

অনিন্দ্য সুন্দর কুসুমটি আসলে দুর্লভ এক

অর্কিড ফুল। হারামি চিনবে কী করে?

বহু বছর আগে দেখেছি আন্দিজ উপত্যকায়!

শ্রান্তি-ক্লান্তি বিলকুল গায়েব।

এই কুসুম জাতিশ্মর-হিরণ্ময়।

দুর্জনের নখ থাবার বিউটিস্পটেও পবিত্র-শোভে হাজার বছর!

বিলায় নন্দন সুবাস।

পরিব্রাজক আমি-ভাগ্যকে স্যালুট ঠুকলাম।

হাজার জনমের সাধনার দুর্লভ ধন করতলে!

শোভিত হবে আমার স্টুডিও কুঠুরির বেলোয়ারি ফুলদানি।

সুবাস ছাড়বে গৃহকোণে-থাকনা বিউটিস্পটও-

এতে কার কী এমন ক্ষতি!

কোটি পরিব্রাজকের আরাধ্য পরম ধন আজ চুমো

খায় আমারই করতলে-????

পৃথিবীতে ক'জন এমন ভাগ্যবান ট্র্যাকার মিলে?

মোস্তফা কামাল পাশা: সিনিয়র সাংবাদিক ও কবি

  • সর্বশেষ
  • পঠিত