ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

মনীষা বিশ্বাসের কবিতা ‘চিরায়ত মানবজনম’

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ২১:৫৫

মনীষা বিশ্বাসের কবিতা ‘চিরায়ত মানবজনম’

থালা মানেই নয় ভাতের যোগার,

যেমন বিছানা মানেই নয় নগ্নদেহ।

পোশাকেই যদি দ্বিপদী মানুষ হয়,

তবে মোড়ের ন্যাংটো পাগল সত্য আওড়ায় কিভাবে?

বিত্তের বৈভব মানেই যে সুখ নয় তা জানো,

কিন্তু জানো কি- তুমি মানেই সুখেমোড়া দুঃখ?

শূন্য থালার পেটে ভিখারিনী ক্ষুধা জমায় স্তুপে স্তুপে,

গণিকার বিছানায় যেমন নপুংসক কাঁদে ঠোঁট চেপে ফুঁপেফুঁপে!

জমকালো পোশাকে মুড়ে থাকে শুয়োরের দল,

আর পাগলের সারা গায়ে জোটে জুতোদের ঘা।

আত্মহনন করে বিত্তপতি,

পুনর্জন্ম চায় নিঃস্ব যুবতী আরেকবার তোমার নগরী অশ্রুজলে ভাসাবে বলে!

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত