ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৯ মিনিট আগে
শিরোনাম

ঋজু রেজওয়ানের দুটি কবিতা

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ১৯:৫৫

ঋজু রেজওয়ানের দুটি কবিতা

(১) আয়তন

মনে করো-

তুমি...আমার সত্তায় সর্বশেষ বৃদ্ধিপ্রাপ্ত মাত্রা।

আর, আমি তার পরিসর জুড়ে...

দ্বিচক্রবাল আবাল--

ঈশ্বরকণার দিকে ঝুঁকে আছি বোধ ও বোধির অতলান্তে।

যেমন- তুমি a হও, b হলাম আমি,

যাকে h ধরতে চাই...সে নয়তো অন্তর্যামী?

h যুক্ত করতে পারলেই একটা সংজ্ঞায় পৌঁছানো যায়।

এখন প্রমাণ ক‌রি,

আমি

তুমি

ও সে

মিলে- V = a × b × h

কঠিন, তরল, বায়বীয় সকল আবেগে V এ লীন হতে__

প্রত্যেকেই প্রত্যেকের

কাছে ফিরে যাই অ্যাংলার ফিসের ম‌তো।

ত্রিভুজের প্রতি বিন্দুতে দাঁ‌ড়িয়ে

এসব আনোথা ভাবনায়...হেঁটে যাই সম্ভাব্য আয়তনের দিকে।

(২) সিঁ‌ড়ি

দুঃখ এক সিঁ‌ড়ি।

শুধু চন্দ্র‌বিন্দু ছেটে দিই...

নিচে নামলে অতল;

উপরে উঠলে আশ___

তার নানা পদ।

বিসর্গ না দিলেও যে তাই!

উদরের চাপা কান্না;

বিষাদ-‌বিরহী আশা___

কে যে কার তল।

চন্দ্র‌বিন্দু একা বিসর্গের...

জঠ‌র উপরে ওঠে

বিষাদ নি‌চের দিকে___

উপরে না নিচে। সিঁ‌ড়ির দু‌'‌দিকে দু'‌টি রথ।

যার পেটে ভাত নেই, তাকে কি বিষাদ ছুঁতে পারে?

না বিরহ? তবুও সবাই ক‌'রে...সিঁড়ি ভাঙার শপথ।

নিচে না হয়...

উপ‌র দিকে!

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত