ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

আখতার জামানের তিনটি কবিতা

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ১৫:০৬

আখতার জামানের তিনটি কবিতা
আখতার জামান

(১)

(অর্থ ছাড়া)

আমার পাশ থেকে নদীটি সরে গেছে

মাথার উপরে যে গাছটি ছায়া দিতো

পরিষেবা দিতে না পারার ব্যর্থতায় সে’ও

অভিমানে দৌড়াচ্ছে, আসলে পালাচ্ছে।

বুদ্ধির দরজাটা খিল সাঁটা, জানালাও বন্ধ।

কবিতারা কি জড়িয়ে রাখে

সহায় সম্বল থালা বাটি ঘটি?

তারাও আজ কাছে নেই।

সবাই যখন সরে সরে দূরে

শীত স্বভূমিকায় আষ্টেপৃষ্টে ধরে।

(২)

(আজ কবিতার রাত)

কবিতার গায়ে পোশাক কেন!

বসন খোলে বসো

আমি তৃপ্তি নিয়ে পাঠ করবো

তোমার গায়ের চুম্বকীয় অঙ্গ।

এতো ইতস্তত কেন! চোখে চোখ রাখো

দেহের কোথায় কোথায় পলিমাটি আছে

সেসব আমার জানা।

ধর্মের কবুতর উড়ুক অন্য আকাশে

ফুলের সৌরভ যতটুকু আছে

ছড়িয়ে দাও তোমার জেব্রাক্রসিং স্তনে।

আমার পারলৌকিক হাত

আদরে-সোহাগে বেঁধে রাখবে সারারাত।

ভয় কীসের! কাছ ঘেঁষে বসো

আমার ঘ্রাণপ্রিয় নাক

রক্ষাকবচ হবে তোমার সুরুভীর।

আজ কবিতার রাত

বোধের স্টিমার নোঙর ফেলেছে

তোমার দেহ-বন্দরে

আমি তৃপ্তি নিয়ে পাঠ করবো

তোমার গায়ের চুম্বকীয় অঙ্গ।

(৩)

(আমি চাবি খুঁজতে যাই না অন্য কারো ঘরে)

আমাদের ঘরে একটা সিন্দুক আছে

সুখ-ঐশ্বর্য সমেত

সিন্দুকটা মায়ের পায়ের নিচে

চাবিটা এ ঘরেই আছে কোথাও

খুঁজলে ঠিক পাওয়া যাবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত