ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৩ মিনিট আগে
শিরোনাম

বইমেলায় আসছে রাব্বি হোসেনের উপন্যাস ‘স্মৃতির রুমাল’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২১, ১৪:১৬  
আপডেট :
 ১৮ নভেম্বর ২০২১, ১৪:১৯

বইমেলায় আসছে রাব্বি হোসেনের উপন্যাস ‘স্মৃতির রুমাল’

অমর একুশে গ্রন্থমেলা ২০২২-এ প্রকাশিত হচ্ছে তরুণ লেখক ও সাংবাদিক রা‌ব্বি হোসেনের প্রথম উপন্যাস ‘স্মৃতির রুমাল’।

সামাজিক ও রোমা‌ন্টিক ধাঁচের উপন্যাসটি এক‌জন মে‌য়ের স্বামীর সংসা‌রে তার দা‌য়িত্ব, সংগ্রাম ও ভা‌লোবাসার টানাপোড়নকে উপজীব্য করে লেখা হয়েছে। বইটি প্রকাশ করছে ঘাসফুল প্রকাশনী।

বই‌ প্রসঙ্গ‌ে রা‌ব্বি হোসেন ব‌লেন, সামা‌জিক প্রেক্ষাপটের আলোকে সংসা‌রে একজন নারীর ভূমিকা, শ্রম এবং আকাঙ্ক্ষা ইত্যা‌দি ফু‌টি‌য়ে তোলার চেষ্টা ক‌রে‌ছি। এ ছাড়াও দুজন একসাথে থাকার প‌রেও কিছু একটা অপ্রা‌প্তি, অচেনা মানুষকে আপন ভে‌বে আগ‌লে রাখা এবং বাবার সাথে ছেলের মধুর সম্পর্কও র‌য়ে‌ছে উপন্যাস‌টি‌তে। সব কিছু মিলিয়ে গল্পের মাঝে একটা না থাকা, না পাওয়া, না দেখা বিষয় লুকিয়ে আছে। আশা ক‌রি পাঠক‌দের ভা‌লো লাগ‌বে।

বইটি প্রকাশ করছে ঘাসফুল প্রকাশনী। বইটির প্রচ্ছদ শিল্পী শামীম আরেফিন।

উল্লেখ্য, মেঘনা নদীর কোল ঘেঁষে কুমিল্লা জেলা‌র মেঘনা উপজেলায় নব্বই‌য়ের দশ‌কের শেষ দিকে জন্ম নেয়া এই তরুণ লেখক বর্তমা‌নে সরকা‌রি তিতুমীর ক‌লে‌জের হিসাববিজ্ঞান বিভা‌গের শিক্ষার্থী। পড়াশুনার পাশাপাশি কর্মরত আছেন সাংবাদিকতায়। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকায় কর্মরত। তরুণ এ লেখক একজন সমাজ সেবক ও তরুণ সংগঠকও বটে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত