ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

কামাল হোসেন টিপুর কবিতা ‘মিনতি’

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২১, ১৯:৩১

কামাল হোসেন টিপুর কবিতা ‘মিনতি’
কবি কামাল হোসেন টিপু

এসেছি বন্ধু এসেছি আজ, তবু আফসোস

কেন যে এলাম হায় তাই মনে সংকোচ!

আসিনি গো চাইতে তোমায় আমিময়,

কত ভেবেছি হায় না এলে ভালো হয়।

তবু পরান বারবার উদাসী সুর তোলে

তোমার কোমল মুখের মায়াবী জালে,

সাধ হলো একটি পলক দেখি ওমুখ

পরান জুড়ায় যদি প্রাণে আসে সুখ!

এসেছি তাই তোমার শ্যামল পথে

আসিনি গো আজ তোমায় ফেরাতে।

দোহায় লাগে অধিকারের কথা তুলো না

আমি তো বুঝি অধিকারহীনতার যন্ত্রণা!

নেই বলে অধিকার চাইছি অনুমতি

ছোঁব তোমায় একটি বার এটুকু মিনতি।

দূরের মানুষ ভেবে দূরে দূরে রেখ না

আমি তো জানি দূরে থাকার বেদনা!

একটু কোমল হও, দাও সুমতি

কি দহনে পোড়ায় বুক মরার পিরিতি

বুঝতে যদি তা ফিরাতে কি আর আমায়?

আসিনি গো আজ ফেরাতে তোমায়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত