ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

মেহেদি হাসান তন্ময়ের তিনটি কবিতা

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২১, ২২:৪৩

মেহেদি হাসান তন্ময়ের তিনটি কবিতা

।। আমাকে ফিরিয়ে নাও ।।

আমাকে ফিরিয়ে নাও জাবির বাতাস

আমাকে ফিরিয়ে নাও অলেখা প্রেম

আমাকে ফিরিয়ে নাও সুস্থ নিশ্বাস

তোমার প্রেমে কখন সকলই হারালেম

ফিরে যাব না তবু নিতান্তই নিশীথে

হিজলের বনে পড়ে থাকা স্বপ্ন কুড়াতে

এই কবে ফেলে এসেছি পিচের শীতে

অক্লেশে হেঁটে যাওয়া রৌদ্র জুড়াতে

সেই কবে, সেই কবে, ছিলাম তাই আছি

একেই কি বলে একত্রে এক হয়ে বাঁচা?

তারপর জেনেছি কেবল দূরত্ব বাড়িয়েছি

আমাকে ফিরিয়ে দাও আমার বেঁচে থাকা।

।। ঘুমিয়ে পড়বো নদীর তলে ।।

যেদিন আমি ঘুমিয়ে পড়বো নদীর তলে,

নক্ষত্রে ঢেউয়ের ভেসে ভেলা অতল জলে।

দু'টি চোখে খুলবে বিপন্ন, আহত, বিস্ময়;

যখন সব মুখ ফিরিয়ে ভাষাহীন হয়।

কোনো কথা হবে না বলা সেই জনার সাথে,

যে রাত মিশে গেছে অজানা নিশীথ প্রভাতে।

দেখা হবে মুঠো করে ধরেছো গোলাপ,

স্পন্দিত হবে শুধু গোপন নিরব আলাপ।

আশাহত খুঁজে নেবে নতুন মুখ ঠিকানা,

সন্ধ্যায় হিম হয়ে আসা চির সম্পর্ক চেনা।

ঘুমিয়ে পড়বো আমিও, ক্লান্ত হয়ে নিরব।

ফিকে হয়ে আসে মেঘ, রোদে মুখ লেগে সব।

সবাই যেদিন বুঝে যাবে সবই প্রতুল;

সময়হীনতায় ধারণা করে যত ভুল।

ঘুমিয়ে পড়বো আমি, নিরব উষ্ণ বাতাশে।

ঘাসে ও শিশিরে পূর্ণ রোদ, বৃষ্টির আশ্বাসে।

ভাষার ভেতরে কথায়, কথার বিষণ্নতা;

শুকনো হয়ে যাবে যত ছিল অশ্রুসিক্ততা।

।। তোমার জন্য ।।

তোমার জন্য অলেখা স্বপন পঞ্চ তারার তিমির

তোমার জন্য অনেক ব্যথারা মনে করেছে ভিড়

তাসের শহর ঘুমের দেশে পেন্ডুলামের ঘর

তোমার জন্য প্রতিক্ষিত আছেন প্রকৃতি ঈশ্বর

তোমার জন্য দেখো ফুলেরা ফোটে খোপার আড়ালে

তোমার জন্য অশ্রুত চোখে দু'মুঠো শিশির ঝরালে

স্তব্ধদেশে জোছনার গান সূর্যকুসুমে আবেশ

তোমার জন্য ভাবুকতায় ডুবিডুবি অবশেষ

তোমার জন্য প্রেমের কেতন ক্রুদ্ধ হিম হাওয়া

তোমার জন্য প্রেমে ধনুকে বিদ্ধ হয়ে যাওয়া

দৃষ্টির স্নান চাঁদের ঝর্ণায় বের হয়েছে রাত

তোমার জন্য হাতের ছোঁয়ায় এই তৃষ্ণার্ত হাত

তোমার জন্য মুখের রঙে আলতো রঙিন ছোঁয়া

তোমার জন্য মাঠভরা ক্ষুধাতুর ফসলি খেয়া

প্রার্থনা হোক প্রার্থনা, পাগল হতে দাও আরো

তোমার জন্য রক্তের রঙে মনন হয়েছে গাঢ়

তোমার জন্য ফিরিয়ে দেয়া হয় একটু অপেক্ষা

তোমার জন্য সবই অনাগত স্মৃতির প্রতীক্ষা

নতুন চোখে তীর খুঁজে পাক এ হৃদয়ের নদী

তোমার জন্য সবই দিলাম এসে ভালবাস যদি

তোমার জন্য প্রশান্তির কথা সভ্য আশার ভেলা

তোমার জন্য কাঁধ পেতে গ্রহণ যত অবহেলা

হারিয়েছি চোখ খুঁজে ফিরি ডানা জোনাকির আলো

তোমার জন্য আদ্রতা মনে হৃদয় বেসেছে ভালো

তোমার জন্য পাখিদল ওড়ে গেয়েও ওঠে গান

তোমার জন্য বনের সবুজ খুঁজেছে অভিমান

রাতে আটক অন্ধ সেজে নিকটে চেয়েছি তোমাকে

তোমার জন্য অনেক ব্যথারা ঘিরে আনে আমাকে

তোমার জন্য ভোরের হাসি ঘুমভাঙা কত রাত

তোমার জন্য পিপাসার্ত সে কামনায় অবসাদ

ব্যথার ধোঁয়া জলের প্রবাহ মনে অশ্রুর রক্ত

তোমার জন্য হৃদয় ডুবেছে মৃত্যুতে অভিসিক্ত

তোমার জন্য আসছে ফিরে ফেলে আসা সে জীবন

তোমার জন্য অন্য দাবী হয়তো ক্ষণিক মিলন

দীন প্রেম সেই ঠোঁটে পাঠাই প্রচুর কৃতজ্ঞতা

তোমার জন্য সেই চোখে নেমে আসে কত জড়তা

তোমার জন্য সবুজ বাগানে ফুল বন্ধ জানালা

তোমার জন্য আহত মনে তার অসম্ভব জ্বালা

বসন্তের মেঘে ঢেকে এসেছে দেখ উজ্জ্বল চাঁদ

তোমার জন্য অচেনা ঘরে চির অধুনা স্বাদ

তোমার জন্য সকল নামে লেগে আছে কত ক্ষত

তোমার জন্য ছিন্ন মুকুটে ভালবাসা ইতস্তত

কালের কথা, কাল কি জানে, কালই জানা যাবে

তোমার জন্য ভালবাসা আজন্ম চর্চিত স্বভাবে

তোমার জন্য সব অভিযোগ সত্যি হতেও পারে

তোমার জন্য প্রেমের ভীতি আশঙ্কাজনক হারে

চুমুর স্মৃতি ভগ্ন মনে ও বেঁধে সন্ধ্যার আঁচল

তোমার জন্য বাসনারা চুপচুপ আছে সকল

তোমার জন্য আশায় আছি কখন কাটবে জাদু

তোমার জন্য মন জেনেছে এ ভালবাসাই শুধু

শেকল কেটে বলুক নুপুর, ঘোমটা খুলে মুখ

তোমার জন্য একটা জীবনেই একটানা সুখ

তোমার জন্য রোদেলা দুপুর আর না নেভা আলো

তোমার জন্য মন পুষেছে যাকে বাসা হয় ভালো

সাজবে ঘর জমবে গর্ব আমার একটা জীবন

তোমার জন্য দিয়ে যাবোই ভালবাসা আমরণ

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত