ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

পঞ্চতপা দে সরকারের তিনটি কবিতা

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২২, ২২:০৯

পঞ্চতপা দে সরকারের তিনটি কবিতা

।। অসুখ ।।

আমার শরীরের অসুখ করেছে, জানো,

আমি চাঁদের শরীরে হাত বুলিয়ে দিইনা এখন আর...

কিছু একটা উথাল পাথাল ঘটে গেছে চরাচরে,

পশ্চিম পুকুর ঘেঁষে সন্ধ্যা নামলে

চাঁদ যখন পুকুরের জলে নেমে,

রূপোলি গা ধোয়,

আমি সেদিকে চোখের আদর পাঠাইনা আর, জানো...

আমার শরীরের আনাচে কানাচে শীত জমে গেছে খুব,

হিমশীতল সেই বরফ সরিয়ে,

আমি মন খুঁজে পাই না এখন আর

শিশুরা যখন খেলে, অথবা পাখি গান গায়,

আমার বধির কানে, পৌঁছোয়না সেই কলরব...

কিছু একটা উথাল পাথাল ঘটে গেছে চরাচরে,

তুমি এসো, আর একটিবার,

বরফকুচি সরিয়ে দিয়ে,

বসন্ত পরিয়ে দাও মনে,

একফালি চাঁদ গায়ে মেখে,আমি আবার শ্রীরাধিকা হই মনেমনে...

আরেকটিবার এসো, শোন

নাহলে শরীরী অসুখে আমার, মনের শরীরে আঁচড় লেগে ছারখার হবে চরাচর...

।। এসো পুরুষ ।।

তোমার বুকের ওই বাদামি চন্দ্রবোড়া তিল,

আমাকে আগ্রাসী করেছে অবিরত চোখের পিপাসা থেকে,

তোমার নাবালক নগ্নতা ছিঁড়ে, তোমাকে সৃষ্টি করেছি আমি

এসো পুরুষ, আমার আজন্ম খরাময় ঠোঁটে

অবদাহ ভোর এঁকে দাও

শরীরে জোয়ার আসুক নিরাময় নামে।

।। আমার বিষন্নতা ।।

আমার বিষন্নতায় যদি অলক্ষে ছোঁয়া লেগে যায় তোমার,

হাত পুড়ে যাবে অথবা হাতে লেগে যাবে নিজেরই অবয়ব তোমার

আমার সমস্ত ব্যথার গায়ে তুমি জেগে আছো অনন্ত অপেক্ষার মতো, তাই সে ব্যথা অগোছালো ঘরের মতো অত সুন্দর।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত