ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

কবিতা: আমিও এক নেতা

  মৃদুল ইসলাম

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ১০:৫১  
আপডেট :
 ১৮ জানুয়ারি ২০২২, ১১:১২

মনের মাঝে স্বপ্ন দেখি আমিও এক নেতা,

অনেক আগেই হয়ে গেছে ইলেকশনে জেতা।

তন্ত্র মন্ত্র অনেক কিছু জানি আমি বেশ,

এক হাওয়াতে নিয়ে নিলাম চাটুকারিতা রেষ।

তেলবাজি আর চাপাবাজি আমার পরম সম্বল,

প্রতি শীত বিলাই আমি শীতার্তদের কম্বল।

লাগামহীন মুখটা আমার আর্শিবাদে ভরা,

তোমরা শুনাও শুধু আমায় প্রশংসারই ছড়া।

যাহা করি তাহাই ভালো, তাহাই ব্যতিক্রম,

নেতার সকল কাজ নাকি একটু অন্যরকম।

ঢাল নিয়েছি, চাল চেলেছি একটা কদম বাকি,

নমিনেশন হাতে পেলেই নতুন ছকটা আঁকি।

নেতার নেতা যা বলবে সেটাই হবে ঠিক,

কি আসে যায় লোকে আমায় দিলে কিছু ধ্বিক।

সারাজীবন নেতার চড়নে ঠুকব আমি মাথা,

নেতা জন্য আমার জীবন সর্বদাই বৃথা।

নেতা হতে পরিচয়টা এখন বেশি প্রিয়,

আবোল তাবোল কথা বলি সেটাই হবে শ্রেয়।

হলে একটু জনপ্রিয় পথটা পরিষ্কার,

একটু না হয় মানুষ আমায় করবে তিরস্কার।

কি হতে কি হয়ে গেছি আমিও এক নেতা,

ইলেকশনের আগেই আমার হয়ে গ্যাছে জেতা।

বাংলাদেশ জার্নাল/এএম

  • সর্বশেষ
  • পঠিত