ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

প্রেমিক হতে আসিনি

  আমিরুল ইসলাম বাপন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২২, ২১:১৫  
আপডেট :
 ২৫ এপ্রিল ২০২২, ২১:২২

প্রেমিক হতে আসিনি

আমি আজ আর কোনো প্রেমিক হতে আসিনি।

রমনীর বক্ষ ছুঁয়ে, ঠোঁটের স্পর্শ লয়ে,

হৃদ্যমৈথুনের জৌলুশ ক্ষয়ে ক্ষয়ে,

নিয়ন্ত্রণহীন মাতাল প্রেমিক হতে চাই না আর।

খোদার কসম, নারীর থেকে মন উঠে গেছে আমার।

যে নারী রমনী ও প্রেমিকার পার্থক্য বোঝে না।

যে নারী অনুপম উদারতার বিশালতা বো ঝে না।

যে নারী প্রেমিক হয়ে ওঠে, প্রেমিকা থাকে না।

যদিও আমিই তারে উপরে তুলে দিই নির্দ্বিধায় বৈষম্য না করে।

আর সে ভুলে যায় তার দুর্বল শক্তিটাকে।

আমি নারীকে কোনো দিনই দুর্বল বলি না।

যে নারী নোরিক্স খেয়ে হয়ে ওঠে কুমারী।

যে নারী গর্ভপাত করে করে ধরে রাখে তার সতীত্ব।

সে নারী কোনো দিনই প্রেমিকা হতে পারে না।

একসময় তার নারীত্বটা হারিয়ে প্রেমিকের কলিজা চিবিয়ে চিবিয়ে-

সে হয়ে ওঠে রমনী।

যারা নারী ও রমনীর পার্থক্য জানে না,

হিংস্র প্রাণীর গর্জন মানে না,

কেবল তারাই আসে বারবার, প্রেমিক হয়ে পথ ভুলে,

ছলনাময়ীর হাতে স্বীয় প্রাণ দেয় তুলে।

অতঃপর তুমুল ঝড়, বহুপর সে নিজেকে চিনতে পারে,

দেখতে পায় চুলোয় পুড়ছে অবলীলায় খামারে।

সবশেষে জ্বলনশক্তিহীন অঙ্গার,

কভু জ্বলতে পারে না পুনর্বার।

খোদার কসম, আমি প্রেমিক হতে চাই না আর।

আমি আজ এখানে ফেরত নিতে এসেছি পুঁড়া কলিজা,অবশিষ্টাংশ প্রাণের অঙ্গার।

সেটুকু নিয়ে দেখাই সবাইকে, যেন আর

কেউ পথ ভুলে বেগতিক না হয়ে ওঠে জীবন হারাবার।

কবি আমিরুল ইসলাম বাপন

আইন ও বিচার বিভাগ (১ম বর্ষ),

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত