ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

অভিজিৎ দাস কর্মকারের তিনটি কবিতা

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২২, ২১:৪৯

অভিজিৎ দাস কর্মকারের তিনটি কবিতা

[৯]

দুপাশাড়ি সু-স্তন বনানী

আবহমান বৈচিত্র্যের শুভ্রশোভা

নিকস অন্ধকারে একটি

তারা মিটিমিট ক'রে নিজের কথা বলে

শব্দ হয়

বাক্য হয়

সবই বিনিময়কাল থেকে চলে আসা

বিমুক্তয়ে

[১০]

যে গোপনের মাঝে তুমি ব'সে

তার নবমী ভাঁজে

কিছু নীল শাপলা ছাপ

আর কূর্মের অবয়ব

রাজীব সেজেছে গুলালে

তুমি তখনো দ্বিধাচ্ছন্ন, যদিও

শব্দ আর বিকেল যমুনাখণ্ডের পাড় ধোরে

এখনো বহমান

[১১]

বুকের বামে একটি তিল

নিঃস্বার্থ

একাগ্রতায়

নাম দিই দ্বিষো

কোটিতে যে বিছে নির্বিষে

চলাচল করে তাকে

অনন্ত যাপন বলি

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত