ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ইসরাত জাহানের তিনটি কবিতা

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২২, ২২:২৬

ইসরাত জাহানের তিনটি কবিতা

।। নিঃস্ব কেশোয়ারি ।।

নিঃসঙ্গের সঙ্গী হয়ে নিঃস্ব হয়েছে কেশোয়ারি'

হাওয়া তবু নেচেই গিয়েছে পেখম ছুঁয়ে,

বিগত স্মৃতির সফর শেষে বর্তমান ঠোঁটে নিয়ে

আঁতকে বেড়ানো সময় বাঁধা পড়ে ইউক্যালিপটাসের নবপাতার আনন্দে।

ঝরা পাতার কোন ব্যথা নেই বলেই -

বধূ নাকফুলের বেদনা

ঢেকে রাখে মরমর শব্দে!

একই ভুলের পুনরাবৃত্তির ছলে তবু সাময়িক সুখের লোভ সামলাতে পারেনা বোকাপাখি।

অথচ নিশ্চয়তার ভরসায় বাবুই বাসা বাঁধে বারবার

আর সরল বিশ্বাসের কাবিন উড়ে যায় ছলচাতুরীর আগ্নেয়গিরিতে!

প্রেমালিঙ্গণের আড়ালে ঢেড় স্পষ্ট যে মুখোশ

তাকেও সঙ্গমের আনন্দে নাচতে দিয়েছে - পালকঝরানো সকাল।

।। বোতামের আড়াল ।।

এইসব ঘুম ঘুম আবেশ, কুয়াশার রেশ

ডলফিনের চুমুর খায়েশ

শুদ্ধ শুদ্ধ গন্ধ - সত্য শান্তির প্রাণ

বোতামের আড়াল তিল- বিশুদ্ধতার ঘ্রাণ।

চড়ুই ঠোঁটে মাখা, দিবস-রজনীর ফুল

হাসনাহেনারও আজ আকুতি ব্যাকুল।

ধোঁয়াওড়া খেলা আর সারাটাবেলা

হৃদয়জ্বলা সে মধুর মেলা -

আর আগুনচোখের ইশারা

আঙুল ছোঁয়া রাস্তারা হলো দিশেহারা।

।। চন্দ্রিমা ঘর ।।

একটা বিকেল

উড়ে যাওয়া চিল

সন্ধ্যা নামার আগে

বসে ভাবা ফেলে আসা ভুল

আমার কিছু ই নেই আর...

চোখ মেলে দেখি কেবল কড়য়ের ফুল।

বাতাসের হিম, কেমন কেমন যায় দিন

হলেও অবশ শরীর,বাড়ে মনের ওজন।

জানা হলো যখন ফুল ফোঁটার খবর

অসহ্য আনন্দে অশ্রু ঝরেছে

যেন কোনকালেই কেউ হবার নই পর!

এমন এমন ভাবনা আমার কেবলই অবান্তর

আমাদেরও থাকার ছিলো চন্দ্রিমা ঘর।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত