ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

জাহিদ কাজীর একগুচ্ছ কবিতা

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২২, ০৩:০১

জাহিদ কাজীর একগুচ্ছ কবিতা

।।অদ্ভুত সুন্দর জোছনা।।

চাঁদ ওঠা থেকে ডুবে যাওয়া অবধি

আমি আজ কেবল জোছনা কুড়িয়েছি

আর তা রেখে দিয়েছি অদৃশ্য এক রেফ্রিজারেটরে

এ রকম জোছনা আর পাওয়া যাবে কি না- সে জন্যে

বড়ো অদ্ভুত সুন্দর ছিল আজকের জোছনা...

আমার প্রিয়ার রূপের মতো... অদ্ভুত সুন্দর!

।।লজ্জাবতী সুখ।।

আজ বিকেলে টবে পুঁতে দিয়েছি

এক টুকরো সুখ

সকাল হতে হতে দেখি

সুখের চারা গজিয়েছে

আকাশসমান।

যেই ধরতে গেছি অমনি

লজ্জাবতীর মতো নুয়ে পড়েছে...

আহা! লজ্জাবতী সুখ!

।।শহর আলি।।

এই যে এত রোদ এত গরম এর মধ্যেও

কেমন টুকরিতে ঘুমায় শহর আলি

ভাবলে বড়ো অবাক লাগে। তাই না?

অথচ আমাদের এসি চলে আঠারো কিংবা বিশে

তবু স্বস্তি নেই-চোখে ঘুম নেই, সুখ নেই!

সুখ কি তাহলে থাকে টুকরিতে ঘুমানো রোদে পোড়া

শহর আলির কাছে?

তাই, মাঝে মাঝে মনে হয়- শহর আলি হয়ে যাই...

।।যুগের হুজুগ নয়।।

বন্ধ করে নাওয়া খাওয়া

গায়ে-মাথায় কাঁথা মুড়ি দিয়ে

এই যে ঘুমালাম-

যুগের হুজুগ কেটে গেলে

ডেকে দিও যদি বেঁচে থাকি

মামা বলেন।

আমি বলি-

ইস্পাত কঠিন সত্য যা দেখছো দুচোখে

এ কোনো যুগের হুজুগ নয়

তবু মামা ঘুমায় অঘোরে

আর আমি কেবল পাশে বসে

মিছেই তাকে জাগানোর চেষ্টা করি।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত