ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

কামাল হোসেন টিপুর কবিতা ‘তুমি ছাড়া’

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ১৮:১৬

কামাল হোসেন টিপুর কবিতা ‘তুমি ছাড়া’

যখন আমি তোমার কাছে আসি

তখন সব কিছু মিথ্যে মনে হয়,

শুধু এক তুমি ছাড়া;

যখন তোমায় ছেড়ে দূরে থাকি

তখন সব কিছু সত্য মনে হয়

শুধু এক তুমি ছাড়া!

যখন তোমায় খুব মনে পড়ে

তখন সব কিছু ভুলে যায়

শুধু এক তুমি ছাড়া;

যখন কুঁড়ানো সন্ধ্যার সঙ্গ লই

তখন সব কিছুকে কাছের মনে হয়

শুধু এক তুমি ছাড়া!

যখন জোৎস্নার সাথে শুয়ে থাকি মাঠে

তখন সব কিছু দুর্বিষহ মনে হয়

শুধু এক তুমি ছাড়া।

যখন সরল সত্যতায় নিজেকে খুঁজে পায়

তখন সব কিছুকে বিশ্বাসী মনে হয়

শুধু এক তুমি ছাড়া!

যখন তুমি অভিমানের অশ্রু ঝরাও

তখন সব কিছুকে পর মনে হয়

শুধু এক তুমি ছাড়া।

যখন তুমি অকারণ হাসো

তখন সব কিছুকে আপন মনে হয়

শুধু এক তুমি ছাড়া!

যখন স্নান শেষে ভেজা চুলের গন্ধ ছড়াও

তখন সব কিছু অদ্ভুত-জটিল মনে হয়

শুধু এক তুমি ছাড়া।

যখন তুমি আনমনা হয়ে আমায় দেখ

তখন মনে হয়, সব কিছু সহজ সরল

শুধু এক তুমি ছাড়া।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত