ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

আব্দুল্লাহ জুবায়ের'র কবিতা ‘তোমাকে হারানোর সুখ’

  আব্দুল্লাহ জুবায়ের

প্রকাশ : ২৫ আগস্ট ২০২২, ০১:৩২  
আপডেট :
 ২৫ আগস্ট ২০২২, ০১:৪০

আব্দুল্লাহ জুবায়ের'র কবিতা ‘তোমাকে হারানোর সুখ’

‘তোমাকে হারানোর সুখ’

এখন আমায় আর কেউ, সময় অসময় ডাকে না।

এখন আমায় কেউ আর, ছুয়ে দিতেও বলে না।

আমি এখন স্বাধীন, বড্ড বেশি স্বাধীন।

এখন আমাকে কারোর ভয় নিয়ে, সিগারেট খেতে হয় নাহ।

এখন আমাকে আর ফুসকার দোকানে গিয়ে, চুপি চুপি বাকি চাইতে হয়না।

এখন আমাকে কারো আবদার কিংবা ইচ্ছে পূরণে, চিন্তিত থাকতে হয় না।

সাত সাগর পারি দেওয়ার অসম্ভব বাক্যটি উচ্চারণ করে, কারো মাঝে মায়া জমাতে কষ্ট করতে হয়না।

আমি এখন স্বাধীন, বড্ড বেশি স্বাধীন।

এখন আমাকে কবি হয়ে শব্দ খুঁজতে গিয়ে, ক্লান্ত হতে হয়না।

এখন আমাকে গায়ক হতে গিয়ে, সুর তুলতে হাঁপিয়ে উঠতে হয় না।

এখন আমাকে রাত জেগে মুঠোফোনে কান পেতে রাখতে হয়না।

এখন আমাকে টিউশনি হারানোর ভয় নিয়ে, নিয়ম মেনে কারো অপেক্ষার অবসান ঘটাতে অবদান রাখতে হয় না।

আমি এখন স্বাধীন, বড্ড বেশি স্বাধীন। তোমাকে হারানোর সুখ, আমাকে করেছে গৃহহীন।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত