ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

রাব্বি হোসেনের কবিতা ‘তুমি হও আমার নব্বই দশকের প্রেমিকা’

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৩

রাব্বি হোসেনের কবিতা ‘তুমি হও আমার নব্বই দশকের প্রেমিকা’

প্রিয়তমা,

এ যুগের নয় তুমি হও আমার নব্বুই দশকের প্রেমিকা;

মেসেজ নয় বাঁকা অক্ষরে দাও চিঠি, সাথে খোঁপায় গোঁজা দুটো শুকনো ফুল;

তোমার মাথার চুলে নকশি করা একখানা রুমাল।

তুমি হও আমার নব্বই দশকের প্রেমিকা,

আড়চোখে চেয়ে থাকা, তোমার নামের শব্দের বুকের ভেতর ধুকধুকানি বেড়ে যাওয়ার মতো প্রেমিকা হও তুমি আমার।

ওয়েস্টিন নয়,

আকাশী রঙের শাড়ি পরে তুমি আসো আমার কাছে;

খোলা চুলে, মুঠো নীল চুড়ি থাকুক নাহয় তোমার হাতে।

তুমি হও আমার পুরনো দিনের প্রেমিকা,

যে তুমি আমায় দেখে টেনে ধরবে তোমার মাথার আঁচল,

কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠবে ‘আপনি চলে যান এখান থেকে কেউ দেখে ফেলবে’

আমি একনজর তোমায় দেখে বাড়ি ফিরে আসবো।

প্রিয়তমা

তুমি এ যুগের নয় তুমি হও আমার নব্বই দশকের প্রেমিকা

তুমি হও আমার পুরনো দিনের প্রেমিকা।

  • সর্বশেষ
  • পঠিত