ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

নীরব অভিমান

  রাজীব কুমার দাশ

প্রকাশ : ২২ মে ২০২৩, ২০:০৯

নীরব অভিমান
লেখক: রাজীব কুমার দাশ। ফাইল ছবি

সাবেকী নক্ষত্রগুলো এক আকাশ আবেগি অবহেলা নিয়ে খুঁজেছিল ইচ্ছেমৃত্যুর আপন ঠিকানা

নক্ষত্রগুলো ভুল সুখের অন্তরা গাইতে চুকিয়েছে

আকাশ হৃদয়ের সকল লেনাদেনা

খসে পড়া তারা হৃদয়হীন আকাশ খুঁজে দেখেনি

নক্ষত্র হারিয়েছে প্রাণ

প্রাণহীন নক্ষত্রের ঠিকানা আকাশ মনে রাখেনি

তবুও ছিলো নক্ষত্রের খোলা চোখে আকাশ হৃদয় ভালোবাসার বরিষণ

আমিও ভুলে ভরা নক্ষত্র আকাশ প্রেমের গবেষণ মনে হারিয়েছি স্হায়ী অস্হায়ী সকল ঠিকানাঃ

- গেয়েছি কারোর হেয়ালি সুখের সঞ্চারী

- চেয়েছি সুখের আকাশ হৃদয়

- করেছি কারোর সাবেকী আবেগি হৃদয়ের সফল পথনাটক মঞ্চনাটক মঞ্চায়ন

আমারও হয়নি আকাশ হৃদয়ে স্হায়ী একটি ঠিকানা নক্ষত্রের মতোন

আমি হয়তোবা মরে গেছি কারোর আকাশ হৃদয়ে তারার মতোন খসে পড়েছি বুকে নিয়ে অধরা স্বপ্নের গুচ্ছ গুচ্ছ নীরব অভিমান।

২২ মে ২০২৩

লেখক: প্রাবন্ধিক ও কবি, পুলিশ পরিদর্শক,বাংলাদেশ পুলিশ। মেইল[email protected].

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত