ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪১ মিনিট আগে
শিরোনাম

দুই সাংবাদিককে জেলে পাঠালো জিম্বাবুয়ে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২০, ১৭:০৯

দুই সাংবাদিককে জেলে পাঠালো জিম্বাবুয়ে

লকডাউন নিষেধাজ্ঞা অমান্য করায় জিম্বাবুয়েতে দুইজন সাংবাদিককে কারাদণ্ড দেয়া হয়েছে। যে কারণে সেখানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সমীক্ষকেরা। তারা বলছেন, সেখানে সংবাদ-স্বাধীনতা স্বপ্নসম।

এ ঘটনায় মানবাধিকার আইনজীবী সৌরমবে তার উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব সাংবাদিক তাদের দায়িত্ব পালন করছিলেন। উল্লেখ্য বিরোধী তিনজন রাজনীতিবিদকে নিরাপত্তা বাহিনী অত্যাচার ও মারধর করলে, এরা তাদের সাক্ষাৎকার নিতে হাসপাতালে গিয়েছিলেন।

সাংবাদিকেরা অত্যন্ত জরুরি পরিস্থিতিতে সংবাদ প্রচার বা কারো সঙ্গে সাক্ষাৎকার নিতে প্রেস সদস্য হিসাবে বাইরে গিয়ে থাকেন।

মানবাধিকার সংস্থাগুলি জানায়, লকডাউন ঘোষণার পর জিম্বাবুয়েতে সাংবাদিকদের ওপর ১৪টি হয়রানি ও জনগণের ওপর ৩০০টি নির্যাতনের খবর পাওয়া গিয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত