ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

আসামির বক্তব্য প্রচার নিয়ে হাইকোর্টের আদেশে বিজেসির উদ্বেগ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২১, ১৫:০৩

আসামির বক্তব্য প্রচার নিয়ে হাইকোর্টের আদেশে বিজেসির উদ্বেগ

সম্প্রতি অর্থ আত্মসাতের মামলায় পলাতক আসামি পি কে হালদারের বক্তব্য একাত্তর টেলিভিশনে প্রচারকে কেন্দ্র করে হাইকোর্ট আদেশ দিয়েছেন যে, পলাতক কোনো আসামির বক্তব্য প্রচার করা যাবে না। হাটকোর্টের এ আদেশে উদ্বেগ প্রকাশ করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।

বৃহস্পতিবার বিজেসি’র চেয়ারম্যান রেজোয়ানুল হক এবং সদস্য সচিব শাকিল আহমেদের সই করা বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা বিজ্ঞ হাইকোর্টের প্রতি সব সময় শ্রদ্ধাশীল। কিন্তু শুধুমাত্র দুদকের বক্তব্য শুনে মহামান্য হাইকোর্টের দেয়া এ আদেশ গণমাধ্যমের স্বাধীনতা এবং সবপক্ষের বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে মৌলিক নীতির চর্চা সীমিত হয়ে আসবে।’

সংগঠনটি মনে করে, ‘এ রকম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিষ্পত্তির আগে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য শুনলে ন্যায়বিচার নিশ্চত হবে। হাইকোর্টের আদেশটি সম্পর্কে চার জন সিনিয়র সাংবাদিকের দেওয়া প্রতিক্রিয়া আদালত অবমাননা বলে দাবি করেছেন দুদকের আইনজীবী। এর আগে আদালতে তিনি ৭১ টিভির লাইসেন্স বাতিল করার আর্জিও জানান। আইন অনুযায়ী, কমিশন তাকে যেসব কাজের অনুমোদন দেবে, তিনি তার বাইরে যেতে পারবেন না। আমাদের জানা মতে, কমিশন তাকে এসব কাজ করতে বলেনি। মনে রাখা দরকার, গণমাধ্যমের স্বাধীনতাই কেবল সকল অন্ধকারে আলো ফেলতে পারে। বিচ্যুতি, অপরাধ, দুর্নীতি দূর করে সুশাসনের প্রক্রিয়া এগিয়ে নিতে পারে।’

‘৭১ টিভির বিরুদ্ধে মামলাটির পরবর্তী শুনানি ১৭ জানুয়ারি। বিজেসি মনে করে, বিষয়টি এই টেলিভিশনের একার নয়, গোটা গণমাধ্যমের। বিজেসি তাই এই মামলার পক্ষভুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

বিজেসির বিবৃতিতে আরো বলা হয়, ‘পলাতক আসামির বক্তব্য প্রচারের ঘটনার বহু উদাহরণ দেশে এবং বিদেশে রয়েছে, যা আইনের শাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রেখেছে। সুযোগ পেলে তা আদালতের কাছে তুলে ধরা হবে। বিজেসি আশা করে, মহামান্য হাইকোর্ট অ্যামিকাস কিউরি নিয়োগের মাধ্যমে এ বিষয়টিতে দেশের শীর্ষস্থানীয় সাংবাদিকদের বক্তব্য শুনবেন এবং সাংগঠনিকভাবে বিজেসি’কে পক্ষভুক্ত করে আদালতে বক্তব্য রাখার সুযোগ দেবেন।’

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত