ডিজিটাল হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ২১:৫৭
ডিজিটাল হুন্ডির মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা বিদেশে পাচারে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস ব্যবহার করে ওই টাকা পাচার করা হয়। বুধবার রাতে ঢাকা ও চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মালিবাগে সিআইডি প্রধান কার্যালয়ে সংস্থাটির প্রধান মোহাম্মদ আলী মিয়া জানান, চট্টগ্রামের চাঁদগাঁওয়ে বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস তাসমিয়া এসোসিয়েটের মাধ্যমে ১৫০টি এজেন্ট সিম ব্যবহার করেছে চক্রটি। এজেন্ট সিমগুলো বাংলাদেশের হলেও চক্রটি দুবাই বসে সব কন্ট্রোল করে।
তিনি আরও জানান, চক্রটির মূলহোতা দুবাই প্রবাসী শহিদুল ইসলাম ও মামুনসহ ৫ জন কন্ট্রোল করে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬টি মোবাইল, ১৮টি সিম কার্ডসহ সাড়ে ২৮ লাখ টাকা।
বাংলাদেশ জার্নাল/এসএ