ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ধর্ষকদের গ্রেপ্তার নিয়ে ক্ষেপেছেন আসিফ নজরুল

  আসিফ নজরুল

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২০, ১১:২৯  
আপডেট :
 ০৯ জানুয়ারি ২০২০, ১১:৩৯

ধর্ষকদের গ্রেপ্তার নিয়ে ক্ষেপেছেন আসিফ নজরুল

দুই দিনের মধ্যে ঢাবি ছাত্রীর ধর্ষক মজনুকে ধরা গেছে। ধন্যবাদ সরকারকে। কিন্তু সাথে সাথে কিছু প্রশ্ন তোলাও জরুরি এখন।

কুমিল্লায় তনু ধর্ষণ আর হত্যার ঘটনা ঘটেছে প্রায় ৪ বছর আগে। সে ঘটনার পাশবিকতা স্তদ্ধ করেছিল গোটা সমাজকে। মজনুকে এক লহমায় ধরা গেলে, তনুর ধর্ষক/হত্যাকারীকে ধরা গেল না কেন আজও?

এটা কি মজনু আর তনুর ধর্ষকের শ্রেণিচরিত্র ভিন্ন বলে? মজনু তুচ্ছাতিতুচ্ছ একজন ব্যক্তি। তনুর হত্যাকারী নিশ্চয় এমন তুচ্ছ নয়। সে বা তারা নিশ্চয় ক্ষমতাবলয়ের কেউ। তা নাহলে এতো ভিন্নতা কেন?

আরও পড়ুন: ধর্ষক মজনু গ্রেপ্তার হওয়ায় যা বললেন সেই ছাত্রী

মজনুকে গ্রেপ্তার সরকারের সামর্থ্যের প্রমান হলে এটা অন্যান্য ক্ষেত্রে দেখানো যায়না কেন? কেন হয়না তনুর ধর্ষক গ্রেপ্তার? কেন হয়না আরো বহু ধর্ষক গ্রেপ্তার? কেন??

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • পঠিত