ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিক বাদ দিয়ে ব্রাক প্রতিষ্ঠা হোক!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২০, ০৯:৫৭  
আপডেট :
 ১২ জানুয়ারি ২০২০, ১০:০৭

প্রাথমিক বাদ দিয়ে ব্রাক প্রতিষ্ঠা হোক!
প্রতীকী ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা ব্র্যাকের এসএসসি-এইচএসসি পাস করার শিক্ষকদের থেকেও কম বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ব্র্যাক শিক্ষাতরী’ বিষয়ক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমন মন্তব্যর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক শিক্ষক হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

সিরাজ বিপ্লব নামে একজন পোস্ট করেছেন, ‘সকল প্রাথমিক বিদ্যালয় ধ্বংশ করে ব্র্যাক স্কুল প্রতিষ্ঠা করা হউক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন।’

সিরাজ বিপ্লবের এ পোস্টে কামরুন কবিতা নামে একজন কমেন্ট করেন, ‘ব্র‍্যাক স্কুলে আমার এক ছাত্রী ক্লাস টু’তে গিয়ে ভর্তি হয়ে দুই বছর একই শ্রেণিতে পরে পরের বছর আমার স্কুলে ফিরে আসলো। সে বরঞ্চ, যা’ শিখেছিলো, সব টুকুই ভুলে বসেছে.....’

আনিসুর রহমান নামে একজন কমেন্ট করেন, ‘প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পরে কেন? প্রথম শ্রেণীতে ভর্তি হয় এলাকা ভেদে ৫০-১০০ অধিক শিশু কিন্তু ৫ বছর পর সমাপনি পরিক্ষা দেয় ২০ -৫০ জন বাঁকিদের ভাগ্যে কি জটে!!! প্রাথমিক বিদ্যালয়ে সকল সুবিধা থাকার পরও একজন অভিভাবক কেন ব্রাক স্কুলে শিশুকে পড়াতে আগ্রহ দেখান? এই প্রশ্নের উত্তর খুজুন তহলে মন্ত্রীর কথার যুক্তি খুজে পাবেন।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত