ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

হিজাব-বোরখা-নিকাব মেয়েদের ‘চয়েজ’ না, পুরুষের চয়েজ!

হিজাব-বোরখা-নিকাব মেয়েদের ‘চয়েজ’ না, পুরুষের চয়েজ!

হিজাব, বোরখা, নিকাব মেয়েদের পছন্দ না বরং তারা পুরুষের জোড়াজুড়িতেই এসব পড়েন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এ তথ্যই জানিয়েছেন বিতর্কিত এই লেখিকা।

তসলিমা নাসরিনের স্ট্যাটাসটি বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘হিজাব বোরখা নিকাব আবায়া খিমার কোনওটাই মেয়েদের ‘চয়েজ’ নয়, সবই আদিকাল থেকে মেয়েদের জন্য পুরুষের ‘চয়েজ’। পুরুষের চয়েজের চপারের তলায় মেয়েদের ইচ্ছেরা বলি হয়। মেয়েরা ভুল করে মনে করে এ বুঝি তাদের ইচ্ছে, তাদের ‘চয়েজ’। পুরুষেরা কেন পুরুষদের জন্য বোরখা নিকাব খিমার আবায়া ‘চয়েজ’ করে না? কারণ এসব মানুষের স্বাধীনতা, অধিকার সব নষ্ট করে দেয়, মানুষকে বদ্ধ কারাগারে বন্দি করে।’

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত