ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

পরিবারের স্টিয়ারিং ধরেছে শিশু মাহমুদা!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২০, ২২:৩১  
আপডেট :
 ২৬ নভেম্বর ২০২০, ০১:১৫

পরিবারের স্টিয়ারিং ধরেছে শিশু মাহমুদা!

পঞ্চম শ্রেণির ছাত্রী মাহমুদা। চারপাশের জটিল কুটিল পৃথিবীটা এখনও অচেনা-অজানা। তারপরও পরিবারের হাল ধরতে হয়েছে তাকে।

কেননা, হঠাৎ বাবার আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেয়ার আর কেউ নেই। তাই ছোট্ট মেয়েটিকেই ধরতে হয়েছে পরিবারের হাল।

পরিবারের সঙ্গে মাহমুদা থাকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায়। রাহেলা নামে এক প্রতিবেশী কাছ তেকে শিকে নেয় অটোরিকশা চালানো কৌশল। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশকিছু চলে তার চর্চা।

এরপর সে অটোরিকশা নিয়ে নেমে পড়ে জীবিকার সন্ধানে। কেউ কেউ অবাক হয়। কেউ নানা প্রশ্ন করে। কিন্তু কিছুতেই কিছু যায় আসে না মাহমুদার।

প্রতিদিনই সে অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়ে। দিনভর পরিশ্রম করে সে আয় করে। যা দিয়েই চলে তার পরিবারের সদস্যদের দুমুঠো খাবার।

(তাসবির ইকবাল নামের এক ফেসবুক আইডিতে আটোরিকশা চালানো অবস্থায় মাহমুদার ছবি ও তথ্য পোস্ট করা হয়েছে)

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত