প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২১, ১৮:১১
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া উচিত
করোনা সংক্রমণের মধ্যেই দেশের সরকারি-বেসরকারি কার্যালয়ের সব কার্যক্রম যখন পুরোদমে চলছে তখন স্কুলও খুলে দেয়া উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
|আরো খবর
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেছেন।
ফেসবুকে আসিফ নজরুল লিখেছেন, ‘সরকার নাকি সপ্তাহে একদিন সবার জন্য স্কুল খোলার পরিকল্পনা করছে। এর মানে কী? সপ্তাহের সেই দিনটি কি করোনাভাইরাস ঘুমিয়ে থাকবে? সেদিন তাই কোন রিস্ক নেই?’
তিনি বলেন, ‘আমি তো মনে করি, সবই যখন চলছে পুরোদমে, স্কুলও খুলে দেয়া উচিত পুরোপুরি।’
প্রসঙ্গত, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিদিন ক্লাস করতে স্কুলে আসতে হবে। সেক্ষেত্রে সপ্তাহে ৫-৬ দিন তাদেরকে শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে হতে পারে।
বাংলাদেশ জার্নাল/এনএইচ