ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

১৫ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২০, ১০:৪৯

১৫ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ ১৫ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন, ১৪২৭ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়।

ঘটনাবলি

১৫৮২- ইতালি ও স্পেন গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিষ্ট্রীয় সাল প্রবর্তিত। এর ফলে ৫ অক্টোবর ১৫ অক্টোবর হয়ে যায়।

১৬৭৬- ব্রিটেনের রাজার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে টাকা ও পয়সা মুদ্রণের অনুমতি লাভ করে।

১৮১৫- সেন্ট হেলেনা দ্বীপে সম্রাট নেপোলিয়নের নির্বাসন জীবন শুরু হয়।

১৮৯৪- ফরাসি গোলান্দাজ বাহিনীর ইহুদি ক্যাপ্টেন আলফ্রেড দারিফুসের বিচার রাজধানী প্যারিসে শুরু হয়। গোয়েন্দাবৃত্তির অভিযোগে তাকে যাবজ্জীবনের কারাদণ্ড দেয়া হয় এবং ফ্রান্স গিনির অন্তর্ভূক্ত ডেভিসল আইল্যান্ডে তাকে নির্জন কারাবাসে প্রেরণ করে।

১৯৪৬- জার্মানির ন্যুরেমবার্গে যুদ্ধবন্দিদের প্রাণদণ্ড দেয়া হয়।

১৯৪৬- ফিল্ড মার্শাল হারম্যান গোয়েরিং আত্মহত্যা করেন। দ্বিতীয় যুদ্ধপরাধের দায়ে তার প্রাণদণ্ড কার্যকরের কয়েক ঘণ্টা আগে তিনি আত্মহত্যা করেন।

১৯৬৪- চীন প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে এবং বিশ্বের পঞ্চম পরমাণু শক্তিধর দেশ হিসেবে গণ্য হয়।

১৯৬৪- রক্ষণশীলদের পরাজিত করে ১৩ বছর পর ব্রিটেনে লেবার পার্টি ক্ষমতারোহন করে।

১৯৬৪- নিকিতা ক্রুশ্চেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধানের পদ থেকে অপসারিত হয়।

১৯৬৯- সোমালিয়ার প্রেসিডেন্ট আবদুর রশিদ আলী শেরমারকি আততায়ীর গুলিতে নিহত হয়।

১৯৮৫- ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় ৩৯ জন ছাত্র, কর্মচারী ও অতিথি নিহত হয়েছিলো। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছর এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন করা হয়।

১৯৮৫- সোভিয়েত প্রধানমন্ত্রী মিখাইল গর্বাচেভ অর্থনৈতিক সংস্কারনীতি ‘পেরেস্ত্রইকা (পুনর্গঠন)’ ঘোষণা করেন।

১৯৮৬- লে. জে. হুসেইন মুহম্মদ এরশাদ প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৯৩- নেলসন ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক উভয়ে নোবেল শান্তি পুরস্কার পান।

১৯৯৫- সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথম রাশিয়া ও কিউবার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর।

১৯৯৯- অভ্যুত্থানের দু’দিন পর পাকিস্তানে জরুরি অবস্থা জারি এবং জেনারেল মোশাররফ নিজেকে দেশের প্রধান নির্বাহী ঘোষণা করে।

২০০৮- সুইডেনের স্টকহোমে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মোর্চা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ফর হ্যান্ডওয়াশিং সর্বপ্রথম হাত ধোয়া দিবসটি পালন করে।

জন্ম

৭০ খ্রিস্টপূর্বর এই দিনে জন্মগ্রহণ করেছিলেন পুবলিয়ুস ভেরগিলিয়ুস মারো, তিনি ছিলেন একজন প্রাচীন রোমান কবি।

১৫৪২ (কারো মতে)- মোগল সম্রাট জালালুদ্দিন আকবর জন্মগ্রহণ করেন।

১৬০৮- এভামগেলিস্টা টরিচেলি, তিনি ছিলেন ইতালীয় পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ। ১৮১৪- মিখাইল লারমন্টভ, তিনি ছিলেন রাশিয়ান লেখক, কবি ও চিত্রশিল্পী।

১৮৪৪- ফ্রিড্‌রিখ্‌ ভিল্‌হেল্‌ম নিটশে, তিনি ছিলেন জার্মান সুরকার, কবি ও দার্শনিক।

১৮৭৮- ফ্রান্সের পল রেয়নাউড, তিনি ছিলেন ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ ও ১১৮ তম প্রধানমন্ত্রী।

১৮৯২- সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়।

১৮৯৪- মোশে শারেট, তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত ইসরায়েলি লেফটেন্যান্ট ও রাজনীতিবিদ ও ২য় প্রধানমন্ত্রী।

১৯০৮- জন কেনেথ গলব্রেইথ, তিনি ছিলেন মার্কিন অর্থনীতিবিদ।

১৯২০- মারিও পুজো, তিনি ছিলেন মার্কিন কথা সাহিত্যিক।

১৯২৩- ইতালীয় লেখক ইতালো কালভিনো।

১৯২৬- ফরাসি সমালোচক ও প্রাবন্ধিক মিশেল ফুকো।

১৯৩১- ড. এ পি জে আব্দুল কালাম, তিনি ভারতীয় বিজ্ঞানী ও ১১ দশ রাষ্ট্রপতি।

১৯৪০- পিটার সি. ডোহার্টি, তিনি নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলিয়ান সার্জন।

১৯৪৪- ডেভিড ট্রিম্বলে, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ আইনজীবী ও রাজনীতিবিদ এবং নর্দার্ন আয়ারল্যান্ড এর ৩য় প্রথম মন্ত্রী।

১৯৫৭- মীরা নায়ার, তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।

১৯৬৬- জর্জ কাম্পোস, তিনি মেক্সিক্যান ফুটবলার ও ম্যানেজার।

১৯৭৭- দাভিদ ত্রেজেগে, তিনি ফরাসি ফুটবলার।

১৯৮৩- স্টেফ্য টাং, তিনি হংকং গায়ক ও অভিনেত্রী।

১৯৮৬- লি ডোঙ্গায়ে, তিনি দক্ষিণ কোরিয়ার গায়ক, গীতিকার ও অভিনেতা।

মৃত্যু

১৫৬৪- আন্দ্রে ভেসালিআস, তিনি ছিলেন বেলজিয়ান বংশোদ্ভূত গ্রিক শারীরস্থানবিৎ, চিকিৎসক ও লেখক।

১৯১৭- মাতা হারি, ডাচ নৃত্য শিল্পী, তিনি ছিলেন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৯১৮- শিরডি সাই বাবা, তিনি ছিলেন ভারতীয় ধর্মগুরু, যোগী ও ফকির।

১৯৩৮- বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা আবুল হোসেন মৃত্যুবরণ করেন।

১৯৪৫- ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে লাভালের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৯৮৭- টমাস সাঙ্কারা, বুর্কিনার ক্যাপ্টেন, রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট।

২০০০- কনরাড এমিল ব্লচ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নী।

২০১২- নরোদম সিহানুক, তিনি ছিলেন কম্বোডিয়ার রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী।

২০১৩- টমি আন্ডেরসন, তিনি ছিলেন সুইডিশ অভিনেতা।

দিবস

বৈশ্বয়িক হাতধোয়া দিবস।

বিশ্ব গ্রামীণ নারী দিবস।

বিশ্ব স্তন ক্যান্সার দিবস।

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত