ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

এই দিনেই বিএনপিতে এসেছিলেন খালেদা জিয়া

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২১, ১১:৩৬

এই দিনেই বিএনপিতে এসেছিলেন খালেদা জিয়া
১৯৮২ সালের এই দিনে খালেদা জিয়া বিএনপিতে যোগদান করেন।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ রোববার ৩ জানুয়ারি, ২০২১। ১৯ পৌষ, ১৪২৭, বঙ্গাব্দ। ১৮ জমাদিউল আউয়াল, ১৪৪২ হিজরি। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়।

আজকের দিনের ঘটনাবলি

১৪৯৬- লিওনার্দো দ্য ভিঞ্চি উড়োজাহাজ চালানোর চেষ্টা করে ব্যর্থ হন।

১৭৫৭- ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের আগের বিশেষ অধিকার ফেরত দেন নবাব সিরাজ-উদ দৌলা।

১৭৭৭- আমেরিকান স্বাধীনতা যুদ্ধ: জর্জ ওয়াশিংটন প্রিন্সটনের যুদ্ধে ব্রিটিশ জেনারেল চার্লস কর্নওয়ালিসকে পরাজিত করেন।

১৭৮০- ডেনমার্কের জাতীয় সংগীত ‘কং ক্রিশ্চিয়ান’ প্রথম গাওয়া হয়।

১৭৮২- বাংলাদেশের সিলেট জেলা প্রতিষ্ঠিত হয়।

১৭৯৫- পোলান্ডের তৃতীয় বিভাজনে রাশিয়া-অষ্ট্রিয়ার মধ্যে গোপন চুক্তি স্বাক্ষর।

১৮৭০- ব্রুকলিন সেতু তৈরির কাজ শুরু হয়।

১৯১৯- প্যারিস শান্তি সম্মেলন: ইরাকের আমির ফয়সাল ইহুদি নেতা ক্লেম ওয়াইজম্যানের সঙ্গে প্যালিস্টাইনে ইহুদি বসতি নির্মাণের চুক্তি করে।

১৯৪৭- মার্কিন কংগ্রেসে প্রথম টেলিভিশন প্রচার করা হয়।

১৯৫৬- আগুনে আইফেল টাওয়ারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

১৯৫৮- ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশন গঠিত হয়।

১৯৬১- যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

১৯৬৬- কোসিগিনের প্রচেষ্টায় তাসখন্দে পাক-ভারত শীর্ষ বৈঠক শুরু।

১৯৬৮- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে তৎকালীন পাকিস্তান সরকারের আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের।

১৯৮২ - বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেন।

১৯৯৩- মার্কিন প্রেসিডেন্ট বুশ ও রাশিয়ার প্রেসিডেন্ট ইয়েলৎসিনের মধ্যে দুই-তৃতীয়াংশ পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তি স্বাক্ষর হয়।

১৯৯৪- সাইবেরিয়ায় রাশিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১২০ জনের প্রাণহানি ঘটে।

১৯৯৯- মার্কিন স্পেসশিপ ‘মার্স পোলারল্যান্ডার’ মঙ্গল গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ।

আজকের দিনে যাদের জন্ম

১১৯৬- জাপানের সম্রাট সুচিমিকাডো জন্মগ্রহণ করেন।

১৬৯৮- ইতালির খ্যাতনাম কবি এবং সাহিত্যিক পেদ্রো মেটাসটাসিও জন্মগ্রহণ করেন।

১৭৩২- দানবীর হাজী মুহম্মদ মহসীন জন্মগ্রহণ করেন।

১৮৬৮- নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ থিওডোর উইলিয়াম রিচার্ডসের জন্ম।

১৮৭০- অস্ট্রেলীয় ঔপন্যাসিক হেনরি হ্যান্ডেল রিচার্ডসন জন্মগ্রহণ করেন।

১৮৮৮- নাট্যকার ও চিকিৎসক জেমস ব্রিডি জন্মগ্রহণ করেন।

১৯১৮- সাংবাদিক খন্দকার আব্দুল হামিদ জন্মগ্রহণ করেন।

১৯৫৬- অস্ট্রেলীয় অভিনেতা মেল গিবসন জন্মগ্রহণ করেন।

আজকের দিনে যাদের মৃত্যু

১৫০১- উজবেক কবি ও বুদ্ধিজীবী নাজিমুদ্দিন মীর আলিশের নভোইয়ের মৃত্যু।

১৮৭৫- ফরাসি সম্পাদক ও কোষগ্রন রচয়িতা পিয়ের আতোনাজ লারুসের মৃত্যু।

১৮৯১- ফ্রান্সের রাজা পঞ্চম ফিলিপের মৃত্যু।

১৯৮৩- কবি কাদের নেওয়াজের মৃত্যু।

দিবস

ধর্মীয় বিষয় দিবস (ইন্দোনেশিয়া)

তামাসেসেরাই উৎসব (জাপান)

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত