ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার (৯ মে, ২০২২) গণভবনে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস-১) মিঃ শিক্সিন চেন সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার (৯ মে, ২০২২) গণভবনে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস-১) মিঃ শিক্সিন চেন সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
  • ঈদের ছুটি শেষে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মানুষ ঢাকাসহ বিভিন্ন এলাকায় ফিরতে শুরু করেছে। তাই ফেরিতে মোটরসাইকেলের  ভিড় ছিল চোখে পড়ার মতো।  ছবি: ইলিয়াস সাজু
    ঈদের ছুটি শেষে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের মানুষ ঢাকাসহ বিভিন্ন এলাকায় ফিরতে শুরু করেছে। তাই ফেরিতে মোটরসাইকেলের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছবি: ইলিয়াস সাজু
  • খ্যাতিমান গীতিকার, কবি, সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য কেজি মোস্তফা নামাজে জানাজা সোমবার বাদ জোহর প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ছবি: ইলিয়াস সাজু
    খ্যাতিমান গীতিকার, কবি, সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য কেজি মোস্তফা নামাজে জানাজা সোমবার বাদ জোহর প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ছবি: ইলিয়াস সাজু
  • ঘূর্ণিঝড় ‘অশনি’  কৃষকের অস্বস্তি ও শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনও ৭০ শতাংশ বোরো ধান কৃষকের জমিতে, যার অধিকাংশই কাটার উপযোগী। দেশজুড়ে কৃষকরা ধান ধাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যেই বৃষ্টির বাগড়া। ঘূর্ণিঝড় ‘অশনি’ থেকে বাঁচাতে আগাম ধান কাটা ও মাড়াই করছেন কৃষকেরা। সোমবার সকালে বগুড়ার সারিয়াকান্দি থেকে তোলা।  ছবি: জার্নাল
    ঘূর্ণিঝড় ‘অশনি’ কৃষকের অস্বস্তি ও শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনও ৭০ শতাংশ বোরো ধান কৃষকের জমিতে, যার অধিকাংশই কাটার উপযোগী। দেশজুড়ে কৃষকরা ধান ধাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যেই বৃষ্টির বাগড়া। ঘূর্ণিঝড় ‘অশনি’ থেকে বাঁচাতে আগাম ধান কাটা ও মাড়াই করছেন কৃষকেরা। সোমবার সকালে বগুড়ার সারিয়াকান্দি থেকে তোলা। ছবি: জার্নাল
  • ঈদের ছুটি কাটিয়ে মানুষ পায়ে হেটে রাজধানীতে প্রবেশ করছে। ছবিটি বাবুবাজার এলাকা থেকে তোলা।   ছবি: ইলিয়াস সাজু
    ঈদের ছুটি কাটিয়ে মানুষ পায়ে হেটে রাজধানীতে প্রবেশ করছে। ছবিটি বাবুবাজার এলাকা থেকে তোলা। ছবি: ইলিয়াস সাজু
  • সূর্যের আগুন ঝরা রোদে যেন সোনালি রঙ ছড়িয়ে দিচ্ছে সোনালু ফুল। কিশোরীর কানের দুলের মতো মৃদু বাতাসে দুলছে। হলুদের আভা মাতোয়ারা করে রাখেছে চারপাশ। সবুজ কচি পাতার ফাঁকে ঝলমলে ফুল প্রকৃতিকে যেন সাজিয়ে তুলেছে নিজের মত করে।  শীতে সমস্ত পাতা ঝরে গিয়ে সোনালু গাছ থাকে পত্রশূন্য এবং বসন্তের শেষে ফুল কলি ধরার আগে গাছে নতুন পাতা গজায়। গ্রীষ্মকালে যখন সব গাছে একসাথে সোনালী ফুল ফোটে, তখন মনে হয় চারপাশ আলোকিত হয়ে যায়। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তোলা।  ছবি: জার্নাল
    সূর্যের আগুন ঝরা রোদে যেন সোনালি রঙ ছড়িয়ে দিচ্ছে সোনালু ফুল। কিশোরীর কানের দুলের মতো মৃদু বাতাসে দুলছে। হলুদের আভা মাতোয়ারা করে রাখেছে চারপাশ। সবুজ কচি পাতার ফাঁকে ঝলমলে ফুল প্রকৃতিকে যেন সাজিয়ে তুলেছে নিজের মত করে। শীতে সমস্ত পাতা ঝরে গিয়ে সোনালু গাছ থাকে পত্রশূন্য এবং বসন্তের শেষে ফুল কলি ধরার আগে গাছে নতুন পাতা গজায়। গ্রীষ্মকালে যখন সব গাছে একসাথে সোনালী ফুল ফোটে, তখন মনে হয় চারপাশ আলোকিত হয়ে যায়। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: জার্নাল
  • ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) এর উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: ইলিয়াস সাজু
    ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) এর উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: ইলিয়াস সাজু