ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম
  • করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার সবার জন্য মাস্ক পরা বাধ্যমূলক করলেও সে নির্দেশনা মানছেন না প্রায় কেউই। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও হাটবাজারে মাস্ক ছাড়া কাউকে সেবা না দেয়ার কথা থাকলেও খোদ রাজধানীতেই তা মানা হচ্ছে না। ছবি গুলিস্থান এলাকা থেকে তোলা।  ছবি: ইলিয়াস সাজু
    করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার সবার জন্য মাস্ক পরা বাধ্যমূলক করলেও সে নির্দেশনা মানছেন না প্রায় কেউই। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও হাটবাজারে মাস্ক ছাড়া কাউকে সেবা না দেয়ার কথা থাকলেও খোদ রাজধানীতেই তা মানা হচ্ছে না। ছবি গুলিস্থান এলাকা থেকে তোলা। ছবি: ইলিয়াস সাজু
  • সিরডাব মিলনায়তনে বুধবার পদ্মাসেতু সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।  ছবি: ইলিয়াস সাজু
    সিরডাব মিলনায়তনে বুধবার পদ্মাসেতু সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। ছবি: ইলিয়াস সাজু
  • স্মাট বাংলাদেশ, স্মাট হাটের ডিজিটাল পেমেন্টের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।  ছবি: জার্নাল
    স্মাট বাংলাদেশ, স্মাট হাটের ডিজিটাল পেমেন্টের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ছবি: জার্নাল
  • নড়াইলে শিক্ষক লাঞ্ছনা ও সাভারে শিক্ষক হত্যার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষস্কের্য প্রতিবাদ সমাবেশ করে।  ছবি: ইলিয়াস সাজু
    নড়াইলে শিক্ষক লাঞ্ছনা ও সাভারে শিক্ষক হত্যার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষস্কের্য প্রতিবাদ সমাবেশ করে। ছবি: ইলিয়াস সাজু
  • রাজধানীর রমনা পার্কে বাদুড়ের বাসস্থান। প্রতিদিনই সাঁঝের বেলায় বাদুরের দল বেঁধে বের হওয়া আর ভোরের আগে ফেরার ঘটনা তাদের চিরাচরিত নিয়মে পরিণত হয়েছে। পার্কে  ঘুরতে বা বেড়াতে আসা মানুষদের কাছে বাদুরের এই আবাস বিস্ময়করই বটে। অবাক চোখ তাকিয়ে রয় বাদুরের ঝুলে থাকা দৃশ্যেগুলো।  ছবি: ইলিয়াস সাজু
    রাজধানীর রমনা পার্কে বাদুড়ের বাসস্থান। প্রতিদিনই সাঁঝের বেলায় বাদুরের দল বেঁধে বের হওয়া আর ভোরের আগে ফেরার ঘটনা তাদের চিরাচরিত নিয়মে পরিণত হয়েছে। পার্কে ঘুরতে বা বেড়াতে আসা মানুষদের কাছে বাদুরের এই আবাস বিস্ময়করই বটে। অবাক চোখ তাকিয়ে রয় বাদুরের ঝুলে থাকা দৃশ্যেগুলো। ছবি: ইলিয়াস সাজু