ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম
  • ডাকসু নির্বাচনকে সামনে রেখে প্রায় নয় বছর পর কোনো ধরনের বাধা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। বৃহস্পতিবার সকালে ভিসি বরাবর স্মারকলিপি দিয়ে সেখান থেকে বেরিয়ে মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ভিসি চত্বর, টিএসসি, চারুকলা হয়ে মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
    ডাকসু নির্বাচনকে সামনে রেখে প্রায় নয় বছর পর কোনো ধরনের বাধা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। বৃহস্পতিবার সকালে ভিসি বরাবর স্মারকলিপি দিয়ে সেখান থেকে বেরিয়ে মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ভিসি চত্বর, টিএসসি, চারুকলা হয়ে মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলে কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
  • প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড ডিফেন্স কলেজে কোর্স সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
    প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড ডিফেন্স কলেজে কোর্স সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
  • বৃহস্পতিবার বুড়িগঙ্গার তীরের ২৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। কামরাঙ্গীরচর থেকে তোলা ছবি।
    বৃহস্পতিবার বুড়িগঙ্গার তীরের ২৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। কামরাঙ্গীরচর থেকে তোলা ছবি।
  • এনইসি সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এবং প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
    এনইসি সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এবং প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
  • বই লিখেছেন বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। এবারের একুশে গ্রন্থমেলায় ‘চৌধুরী জাফরউল্লাহ শারাফাত’ সিরিজের বই হিসেবে ‘নাম্বার ওয়ান সাকিব আল-হাসান’ নামে এবটি বই প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার গ্রন্থমলোয় বইটির মোড়ক উন্মোচন করেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।
    বই লিখেছেন বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। এবারের একুশে গ্রন্থমেলায় ‘চৌধুরী জাফরউল্লাহ শারাফাত’ সিরিজের বই হিসেবে ‘নাম্বার ওয়ান সাকিব আল-হাসান’ নামে এবটি বই প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার গ্রন্থমলোয় বইটির মোড়ক উন্মোচন করেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।