ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৩ মিনিট আগে
শিরোনাম
  • ঢাকার এলিফেন্ট রোড মার্কেটে ক্রেতাদের উপস্থিতি একেবারেই কম।
    ঢাকার এলিফেন্ট রোড মার্কেটে ক্রেতাদের উপস্থিতি একেবারেই কম।
  • জাতীয় পার্টির ভবিষ্যতের জন্য আমার প্রয়োজন: বিদিশা
    জাতীয় পার্টির ভবিষ্যতের জন্য আমার প্রয়োজন: বিদিশা
  • পল্লবী থানায় বোমা বিস্ফোরণ ঘটে, তারা ‘ভাড়াটে খুনি’। গ্রেপ্তার তিনজন হলেন- রফিকুল ইসলাম (৪০), শহিদুল ইসলাম (২৩) ও মোশাররফ হোসেন (২৬)। তাদের তিনজনকে থানা থেকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে পল্লবী থানার উপ পরিদর্শক আকলিমা আক্তার জানিয়েছেন।
    পল্লবী থানায় বোমা বিস্ফোরণ ঘটে, তারা ‘ভাড়াটে খুনি’। গ্রেপ্তার তিনজন হলেন- রফিকুল ইসলাম (৪০), শহিদুল ইসলাম (২৩) ও মোশাররফ হোসেন (২৬)। তাদের তিনজনকে থানা থেকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে বলে পল্লবী থানার উপ পরিদর্শক আকলিমা আক্তার জানিয়েছেন।
  • রাজধানীর সদরঘাটের লঞ্চ টার্মিনাল থেকে ঈদ উপলক্ষে গত কয়েকদিন থেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী।
    রাজধানীর সদরঘাটের লঞ্চ টার্মিনাল থেকে ঈদ উপলক্ষে গত কয়েকদিন থেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী।
  • আসছে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু নিয়ে জামালপুরের ইসলামপুর থেকে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন বুধবার সকালে ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার রাতে জামালপুরের ইসলামপুর রেলস্টেশন থেকে ১৭ বগিতে ২৬১টি গরু নিয়ে ট্রেনটি রওনা দেয়।
    আসছে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু নিয়ে জামালপুরের ইসলামপুর থেকে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন বুধবার সকালে ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার রাতে জামালপুরের ইসলামপুর রেলস্টেশন থেকে ১৭ বগিতে ২৬১টি গরু নিয়ে ট্রেনটি রওনা দেয়।