ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে গোপালগঞ্জের দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে নগদ অর্থ ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ প্রদান প্রত্যক্ষ করেন।
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে গোপালগঞ্জের দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে নগদ অর্থ ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ প্রদান প্রত্যক্ষ করেন।
  • বন্যার পানি বেড়ে প্লাবিত হয়েছে ঢাকার নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা। পানি ঢুকে পড়ছে বাড়ি-ঘরে। অনেকেই বাড়ি-ঘর ছেড়েছেন। পানিবন্দী হয়ে হয়ে চরম দুর্ভোগে রয়েছেন অনেক মানুষ। চলাচলের একমাত্র বাহন নৌকা। শনিবার মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে তোলা ছবি।
    বন্যার পানি বেড়ে প্লাবিত হয়েছে ঢাকার নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা। পানি ঢুকে পড়ছে বাড়ি-ঘরে। অনেকেই বাড়ি-ঘর ছেড়েছেন। পানিবন্দী হয়ে হয়ে চরম দুর্ভোগে রয়েছেন অনেক মানুষ। চলাচলের একমাত্র বাহন নৌকা। শনিবার মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে তোলা ছবি।
  • ঢাকার পূর্ব বাসাবোর কদমতলা এলাকায় রয়েছে জিরানী খাল। এই খালে ময়লা-আবর্জনা স্তূপ হয়ে রয়েছে। ফলে খালের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ।
    ঢাকার পূর্ব বাসাবোর কদমতলা এলাকায় রয়েছে জিরানী খাল। এই খালে ময়লা-আবর্জনা স্তূপ হয়ে রয়েছে। ফলে খালের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ।
  • বন্যার পানি ঢুকে পড়ছে ঢাকার নিম্নাঞ্চলে বাসাবাড়িতে। রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই পানির নিচে। ফলে নৌকা দিয়েই যোগাযোগ করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বাসা বাড়িতে পানি উঠে যাওয়ায় ঘরের মধ্যে মাচা কিংবা নৌকায় রান্না হচ্ছে। অনেকেই বাড়ি-ঘরও ছেড়েছেন। কেরাণীগঞ্জের উত্তরবাহেরচর এলাকা থেকে তোলা ছবি।
    বন্যার পানি ঢুকে পড়ছে ঢাকার নিম্নাঞ্চলে বাসাবাড়িতে। রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই পানির নিচে। ফলে নৌকা দিয়েই যোগাযোগ করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বাসা বাড়িতে পানি উঠে যাওয়ায় ঘরের মধ্যে মাচা কিংবা নৌকায় রান্না হচ্ছে। অনেকেই বাড়ি-ঘরও ছেড়েছেন। কেরাণীগঞ্জের উত্তরবাহেরচর এলাকা থেকে তোলা ছবি।
  • আজ সকালে বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিনে তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ মন্তব্য করেন।
    আজ সকালে বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিনে তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ মন্তব্য করেন।
  • করোনা কালে সকল প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও খোলা হয়নি বিনোদন কেন্দ্র। ছবি রমনা এলাকা থেকে তোলা।
    করোনা কালে সকল প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও খোলা হয়নি বিনোদন কেন্দ্র। ছবি রমনা এলাকা থেকে তোলা।
  • বেশ কয়েকটি প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ থাকলেও এখনো বন্ধ রয়েছে সরোয়ারদী উদ্যানের গেট।
    বেশ কয়েকটি প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ থাকলেও এখনো বন্ধ রয়েছে সরোয়ারদী উদ্যানের গেট।